PayPal কি এবং PayPal একাউন্ট কিভাবে বানাবো? এটা আমরা সবাই জানি আমাদের পুরো পৃথিবী computer আর internet এর সঙ্গে জুড়ে আছে। আমাদের পার্সোনাল জিনিস থেকে শুরু করে ঘরের প্রত্যেকটি প্রয়োজনীয় জিনিস আজকাল আমরা অনলাইন এর সাহায্যে অর্ডার আর আমরা ঘরে বসে খুব সহজেই সমস্ত জিনিস internet এর সাহায্যে পেয়ে যায়।
এই সমস্ত সুবিধাগুলি শুধুমাত্র internet এর সাহায্যেই সম্ভব। Internet এর কারণেই আমাদের সমস্ত কাজ এক চুটকিতেই পূরণ হয়ে যায়। এমনকি পয়সা লেনদেন করার জন্যও আমরা আজকাল internet এর সাহায্যেই করে থাকি।
এমনিতে internet এ online payment করার জন্য বিভিন্ন সুবিধা উপলব্ধ রয়েছে যেমন Internet banking, UPI, PayTm Wallet ইত্যাদি আর তাদের মধ্যে একটি হল PayPal.
খুব কম মানুষ আছেন যারা সঠিকভাবে জানেন PayPal কি এই বিষয় সম্বন্ধে। এই জন্য আজকে আমি আপনার PayPal কি এবং এর সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রদান করব।
PayPal সেই সমস্ত online payment services এর মধ্যে সবথেকে বড় এবং ভালো। Online payment services হল সেই ধরনের পরিষেবা যার সাহায্যে অনেক online গ্রাহক তাদের প্রয়োজনীয় জিনিস কেনার পর তাদের দাম সুরক্ষিত ভাবে তাদের credit card বা bank account এর মাধ্যমে প্রদান করেন।
PayPal কি?
Table of Contents
PayPal একটি জনপ্রিয় American company. এটি পুরো বিশ্বে একটি online payment service চালাই। এটি একজন সাধারণ মানুষকে অথবা একজন ব্যবসায়ীকে electronic এর মাধ্যমে funds কে transfer আর receive করার অনুমতি প্রদান করে।
PayPal এর মাধ্যমে যেকোনো ব্যবসায়ী সহজ এবং সুরক্ষিতভাবে তাদের টাকা পুরো পৃথিবীর যেকোন জায়গায় transfer করতে পারে।
- অবশ্যই পড়ুন – ইমেইল আইডি কিভাবে বানাব
- অবশ্যই পড়ুন – Google Forms কি
PayPal এর প্রতিষ্ঠাতা কে?
PayPal এর সংস্থাপন December 1998 এ Confinity নামক একটি কোম্পানি দ্বারা হয়েছিল। সেই সময় এই কোম্পানি handheld devices এর জন্য security software develop করতেন।
PayPal এর founders হলেন Max Levchin, Peter Thiel, Luke Nosek আর Ken Howery. 1998 সালে PayPal স্থাপিত হয়েছিল আর পরে এটিকে eBay কোম্পানি কিনে নেন।
এখন যদি কোন ব্যক্তি online business শুরু করতে চান তাহলে তাদের একটি মাধ্যম চাই যার তারা তাদের payment দিতে এবং নিতে পারে।
এমনিতে যখন আমাদের payment করতে হয় তখন আমরা আমাদের credit card বা debit card এর সাহায্যে online payment করে দিই কিন্তু যদি আমাদের payment নিতে চাই তাহলে আমাদের payment services এর সাহায্য নিতে হয় যেমন PayPal অথবা Google wallet.
PayPal সবথেকে পুরনো এবং বিশ্বস্ত online payment service. PayPal service আমাদের ইন্টারনেটের মাধ্যমে national এবং international পয়সা transaction করার সুবিধা প্রদান করে।
PayPal আজ পৃথিবীর 190 টি দেশে 100 millions member accounts আছে। এটি থেকে বোঝা য়ায় আজ PayPal এর ব্যবহার প্রতিটি দেশের লোক বিশ্বাসের সাথে তাদের money transaction খুব সহজেই করছেন।
PayPal থেকে পয়সা transfer করার জন্য কোনো টেকনিক বা license এর প্রয়োজন নেই সবথেকে প্রয়োজন হয় ওটিতে আপনার account বানানো একটি e-mail Id আর bank account দরকার।
আসলে PayPal e-mail address এর সাহায্যে কাজ করে। কিভাবে হবে সেটা আমরা পরে জানবো। এর আগে চলুন জেনে নেই এর প্রকার সম্বন্ধে।
PayPal একাউন্ট এর প্রকার
দেখা গেলে PayPal মুখ্য রূপে তিন প্রকারের account হয় যার সম্বন্ধে আমরা এবার জানব।
Personal account
এর নামই যেহেতু Personal তাই এটি দেখে আমরা সহজেই বুঝতে পারি এই account এর ব্যবহার personal use এর জন্য করা হয়।
এই account এ আপনি প্রায় 5 টি credit বা debit card funded payments করতে পারবেন আর এর জন্য আপনাকে প্রত্যেকটি transaction এ একটি transaction fee দিতে হবে।
Premier Account
এই ধরনের account এ সেই সমস্ত members দের জন্য উপযুক্ত যারা high transaction volume এর মতো transaction করেন অথবা যারা PayPal’s এর core আর premium features access করা পছন্দ করেন।
এই PayPal’s accounts কেবল একজন individual name পযর্ন্ত সীমিত অর্থাৎ আপনি এটিকে business purpose এর জন্য ব্যবহার করতে পারবেন না।
Personal accounts এর তুলনায় এখানে আপনি unlimited মাত্রায় credit বা debit card transactions করতে পারবেন। কিন্তুু যে payment আপনি receive করবেন তাদের উপর fee লাগবে।
Business Account
এই ধরনের account গুলি সাধারণত businesses এর জন্য তৈরি করা হয়েছে। যেটিকে আপনি যেকোনো business এ একটি company বা group নামে operate করতে পারবেন payment transaction এর জন্য।
Premier Accounts এর মতই এখানে আপনি unlimited number এ credit আর debit payments করতে পারবেন কিন্তুু শুধুমাত্র payment receive করার সময় charge লাগবে।
Personal আর Business account এর option আপনি বেশিরভাগ website এ দেখতে পাবেন।
PayPal Account এর জন্য প্রয়োজনীয় Documents
যদি আপনি আপনার একটি PayPal account বানাতে চান তাহলে আপনাকে এই তিনটি জিনিস এর অবশ্যই ব্যবহার করতে হবে।
- Bank Account
- PAN Card
- Debit বা Credit Card
PayPal একাউন্ট কিভাবে বানাবো?
যদি আপনি আপনার একটি PayPal এ account বানাতে চান তাহলে আপনি নিচে দেওয়া tips গুলো follow করুন।
PayPal এ আপনি খুব সহজেই কিছু মিনিটের মধ্যেই PayPal account বানাতে পারবেন। এর জন্য আপনাকে নিচে দেওয়া steps গুলো follow করতে হবে।
Step 1:
সর্বপ্রথম আপনাকে PayPal.com website এ যেতে হবে। ওখানে Sign-up button টিতে click করতে হবে। এরপর আপনার জন্য personal account choose করুন এরপর continue তে click করুন।
এরপর আপনাকে কিছু options পূরণ করতে হবে যেমন:-
- Country select করুন।
- আপনার E-mail address টি fill করুন।
- একটি শক্ত password fill করুন। চাইলে আপনার g-mail account এর password টি ব্যবহার করতে পারেন।
- এরপর আর একবার আপনার password টি fill করুন।
- Captcha code টিকে সঠিকভাবে পূরণ করুন।
- এরপর continue তে click করুন।
Step 2:
একবার আপনি continue তে click করার পর আপনার সামনে একটি নতুন window খুলে যাবে। তাহলে চলুন এবার জেনে নিই আগে আপনাকে কি করতে হবে।
- First name আর Middle name আপনাকে পূরণ করতে হবে।
- এরপর আপনাকে last name টিও পূরণ করতে হবে।
- আপনার date of birth পূরণ করুন।
- আপনার দেশটি select করুন।
- এরপর আপনার address পূরণ করতে হবে।
- এরপর আপনাকে আরও address পূরণ করতে হবে।
- এরপর আপনার state choose করুন।
- এরপর আপনার city এর zip code পূরণ করুন।
- আপনার mobile number টি enter করুন।
- এরপর আপনাকে Agree policy তে tick করতে হবে।
- এরপর আগে এগিয়ে যাওয়া এর জন্য agree and create account টিতে click করতে হবে।
উপরের বলা সমস্ত steps গুলো করার পর আপনার e-mail এ একটি mail আসবে যেটিকে আপনাকে পূরণ করতে হবে।
PayPal কিভাবে কাজ করে?
আমাদের PayPal এ e-mail address কে ব্যবহার করে আমাদের user id বানাতে হবে। কারণ আমাদের e-mail address এর সাহায্যে আমাদের online transaction এ চিনা যাবে।
Registration করার পরে আমাদের user profile এ আমাদের bank বা credit card এর details দিতে হবে। credit card এর দেওয়া details সঠিক কিনা যাচাই করার জন্য PayPal এ কম টাকার amount transfer করতে হবে যেমন $1.06 অথবা $1.30
আপনার ব্যাংক account এ সঠিক পয়সা পাবার পর আমাদের PayPal profile এ যাবার পর ওই সমপরিমাণ সংখ্যা ওখানে দেওয়া বাক্সে দিতে হবে।
দেওয়া সংখ্যা যখন সঠিক হবে তখন আমাদের ব্যাংক account সম্পূর্ণভাবে verified মানা হবে। verify হবার পর আমাদের PayPal এ account তৈরি হয়ে যায় যার সাহায্যে আমরা আমাদের পয়সা যেকোন জায়গায় online send আর receive করতে পারি।
যখন PayPal এ আমরা আমাদের account খুলে নিই তারপর সাথে সাথেই আমরা আমাদের payment সহজেই করতে পারি। আমরা payment তাদের করতে পারি যাদের PayPal এ account আছে।
যে ব্যক্তিকে আমাদের payment করতে হবে শুধু তার PayPal এর e-mail id নিতে হবে তারপর আপনার PayPal account থেকে ধনরাশি কে ওই e-mail address এ পাঠাতে পারবেন PayPal এ দেওয়া ধনরাশি আমাদের account থেকে বের করে পাঠিয়ে দেয়।
PayPal আপনার account থেকে অন্য PayPal account এ টাকা transfer করার জন্য তাদের commission কেটে নিয়ে পাঠায়। এইজন্য আপনাকে আপনার payment amount এর সাথে PayPal এর commission এড করে টাকা transfer করতে হবে।
এটা ছিল PayPal account এর মাধ্যমে কিভাবে টাকা পাঠাবেন এবার জেনেনি PayPal এর মাধ্যমে অন্য কোন ব্যক্তি থেকে কিভাবে payment পাবো।
যখন আমরা কোন ব্যক্তি থেকে payment receive করি তখন এটা গুরুত্ব দেয় না যে ওই ব্যক্তিটি আপনার শহরে থাকে অথবা আপনার শহরের বাইরে থাকে আমাকে শুধু আমার PayPal এ register করা e-mail address ওই ব্যক্তিটিকে দিতে হবে।
এরপর আপনাকে payment করা ব্যক্তিটি আপনার PayPal account এ টাকা transfer করে দিবে। টাকা transfer হয়ে যাবার পর আপনার কাছে একটি e-mail আসবে আপনার account এ এত টাকা transfer হয়ে গেছে, আর আপনার payer এর নাম ওই e-mail এ দেওয়া থাকবে যে আপনাকে টাকা পাঠিয়েছে।
এরপর আপনাকে ঠিক করতে হবে আপনি আপনার টাকা PayPal account এ রাখতে চান বা ওই টাকা আপনার bank account এ transfer করতে চান। কিন্তুু আপনার টাকা আপনার bank account এ transfer করার আগে PayPal তাদের commission কেটে আপনার টাকা bank এ জমা করে দিবে।
কিন্তুু কিছু দেশে যেমন India তে PayPal user দের এই অধিকার নেই যে তারা তাদের টাকা PayPal account এ রাখতে পারবেন তাই তাদের টাকা নিজের থেকে তাদের registered bank account এ transfer হয়ে যায়।
আমার শেষ কথা
ভারতে online টাকা পাঠানোর জন্য বেশি PayTm এর ব্যবহার করা হয়ে থাকে, আর পুরো পৃথিবীতে online টাকা transfer করার জন্য PayPal সবথেকে দ্রুত, সহজ আর সুরক্ষিত মাধ্যম তাই এটি online টাকা রোজগার করা ব্যবসায়ী দের প্রয়োজনীয়তা হয়ে উঠেছে।
আজকে আপনারা জানলেন PayPal কি এই বিষয়ে আর সাথে PayPal account কিভাবে বানাবেন এই বিষয় সম্বন্ধেও জানলেন। আশা করছি এই article টি পড়ার পর PayPal সম্বন্ধিত সমস্ত তথ্য জানতে পেরেছেন।
যদি আপনারা PayPal সম্বন্ধিত আরও তথ্য জেনে থাকেন অথবা কোনো প্রশ্ন জানতে চান তাহলে নিচে দেওয়া comment box এ comment করে জানাতে পারেন এতে আমি খুব খুশি হবো। আমার এই পোস্টটি পড়ার পর আপনাদের ভালো লাগে তাহলে এই পোস্টটিকে দয়া করে আপনাদের social networks যেমন Facebook, Twitter আর অন্য social networks sites এ share করুন। ভবিষ্যতে এধরনের আরো তথ্য পাওয়ার জন্য আমাদের এই Bengali Tech ব্লগটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।
Your post is awesome. It covers your creative aspects. I sincerely appreciate your creativity. This article is truly unique.
PAYTK.NET
ACCOUNT KIVABE KORBO