• ব্লগ
  • ব্লগিং & ওয়েবসাইট
  • ইন্টারনেট টিপ্স
  • অনলাইন ইনকাম
  • আরও
    • সোশ্যাল মিডিয়া
    • কম্পিউটার ও ল্যাপটপ
    • পার্সোনাল হেল্প
    • এন্ড্রয়েড স্মার্টফোন
    • ইউটিউব
    • গুগল এডসেন্স

Bengalitech.info – সেরা বাংলা প্রযুক্তি ব্লগ।

  • Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar
  • Skip to footer
  • ব্লগ
  • ব্লগিং & ওয়েবসাইট
  • ইন্টারনেট টিপ্স
  • অনলাইন ইনকাম
  • আরও
    • সোশ্যাল মিডিয়া
    • কম্পিউটার ও ল্যাপটপ
    • পার্সোনাল হেল্প
    • এন্ড্রয়েড স্মার্টফোন
    • ইউটিউব
    • গুগল এডসেন্স

Gmail কি আর এটির ব্যবহার কিভাবে করা হয়?

Author: Sougata Dey | On:8th Dec, 2020| Comments: 0

Gmail কি আমরা সবাই Gmail এর সম্বন্ধে জানি আর আমরা প্রতিদিন এটিকে প্রফেশনাল আর পার্সোনাল ভাবে ব্যবহার করে থাকি যেমন যদি আমাদের কাউকে মেসেজ পাঠাতে হয় অথবা মেসেজের সাথে ডকুমেন্ট attach করতে হয় তাহলে আমাদের Gmail এর ব্যবহার করতে হয় কিন্তু আপনারা কিভাবে করতে হয় এটি কি জানেন?

Gmail কিভাবে বানানো হয়েছে আর এর সাথে কি কি features আছে এর সম্বন্ধে খুব কম মানুষই জানেন এজন্য আজ আমি আপনাদের Gmail এর উপর একটি বিস্তারিত আর্টিকেল লিখেছি

এই পোস্টটিতে শুধু আমরা জানব Gmail কি আর এটির প্রক্রিয়া কিভাবে করা হয় আর এটির প্রধান features গুলি কি কি?

 

Gmail কি?

Table of Contents

  • Gmail কি?
  • Gmail আর Email এর মধ্যে পার্থক্য কি?
    • Email আর Gmail এর মূল পার্থক্য
  • Gmail ID কিভাবে বানাবো?
  • Gmail এর features
    • Compose
    • Inbox
      • Primary
      • Social
      • Promotions
    • Hangout
  • Conclsion:

Gmail কি আর এটির ব্যবহার কিভাবে করা হয়

Gmail হল একটি ফ্রি ইমেইল সার্ভিস যেটি গুগোল দ্বারা বানানো হয়েছে ইউজার Gmail ইন্টারনেট অথবা অন্যকোন third-party প্রোগ্রাম এর সাহায্যে অ্যাক্সেস করতে পারে

Gmail এর সাহায্যে আপনি শুধু মেসেজ পাঠাতে পারবেন তা নয় এর সাথে আপনি ইমেজ, ডকুমেন্ট ফাইল পাঠাতে চাইলে পাঠাতে পারবেন

Gmail এর একটি সবথেকে ভালো গুণ হলো আপনি আপনার মেসেজ যদি অনেক মানুষের কাছে একটি মেইল এর মাধ্যমে পৌছে দিতে চান তাহলে আপনি তাদের সবার mail Id CC তে অ্যাড করে পৌঁছে দিতে পারবেন

যদি আমরা জানতে চাই Gmail কিভাবে শুরু হয়েছিল তাহলে গুগলের co-founder আর president Larry Page এর অনুসারে একজন ইউজার তাদের Gmail এর মত সার্ভিস বানানোর জন্য ইন্সপায়ার করেছিল

সেই সময় যখন Yahoo আর Microsoft তাদের ইমেইল সার্ভিস চালাতে তখন সেই সমস্ত ইউজারদের শুধুমাত্র 2gb স্টোরেজ দেওয়া হত এর থেকে বেশি স্টোরেজ দেওয়ার জন্য চার্জ করা হতো এতে বেশি সাহায্য হতো না বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে

এই অসম্পূর্ণ তার কারণে গুগল 2004 সালে Gmail এর beta ভার্সন তৈরি করেছিলেন আর অনেক আপডেট করার পর শেষ পর্যন্ত 2009 সালের পুরো ভাবে গুগল তাদের ফ্রী ইমেইল সার্ভিস Gmail কে র্লঞ্চ করেছিলেন

বন্ধুরা আমি আপনাদের বলে দিই Gmail এ আপনি যত খুশি ইমেইল করুন না কেন এর জন্য আপনাকে কোন চার্জ দিতে হবে না আর এটি ছাড়া আপনি 15 থেকে 20 gb পর্যন্ত ডাটা Gmail এর মাধ্যমে পাঠাতে পারবেন

যদিও 25 mb এরপরের ডাটাকে আপনি গুগল ড্রাইভের সাহায্যে পাঠাতে পারবেন

তাদের ইউজারদের আশাকে পূর্ণ করার জন্য সর্বদা Gmail নিজেদের আপডেট করে গেছেন আর এখনো করে যাচ্ছেন

এই কারণেই খুবই কম সময়ে Gmail পুরো পৃথিবীতে বাকি অন্য ইমেইল সার্ভিস কে অনেক পিছনে ফেলে রেখে দিয়েছে আর আজকের সময়ে পুরো পৃথিবীতে 1 billion এর বেশি Gmail ইউজার রয়েছে আর নিরন্তন বেড়েই যাচ্ছে

এছাড়া আমি আপনাদের আরেকটি বিষয় বলে দিই Gmail এ আপনি 72 টি ভাষাতে মেসেজ লিখে পাঠাতে পারবেন

  • অবশ্যই পড়ুন – কিভাবে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করবেন
  • অবশ্যই পড়ুন – জিমেইল একাউন্ট ডিলিট কিভাবে করবেন

Gmail আর Email এর মধ্যে পার্থক্য কি?

Gmail আর Email কে নিয়ে অনেক মানুষ confused থাকেন যে এই দুটো একই না ভিন্ন তাহলে চলুন আপনাদের confusion দূর করে দেওয়া যাক

এখন কোন মেসেজ কে ডিজিটাল পদ্ধতিতে ইন্টারনেটের সাহায্যে পাঠানো যায় যেখানে স্মার্টফোন, ল্যাপটপ আর ট্যাবলেট এর মতো ডিভাইস এর সাহায্য নেওয়া হয় সেটিকে Email অর্থাৎ Electronic Mail বলা হয়

আর Gmail গুগলের সব থেকে জনপ্রিয় Email সার্ভিস এখানে ইন্টারনেটের সাহায্যে মেসেজ পাঠানো আর receive করা হয়

 

Email আর Gmail এর মূল পার্থক্য

Email এখানে পুরো ইন্টারনেটে পাঠানো আর receive করা মেসেজ কে reffer করা হয় এখানে শুধু টেক্সট কনটেন্ট নয় বরং সমস্ত মাল্টিমিডিয়া কনটেন্ট শামিল থাকে

আর Gmail শুধু গুগোল দ্বারা দেওয়া একটি ইমেইল সার্ভিস যদিও এটি এখন পৃথিবীতে সবথেকে জনপ্রিয় ইমেইল সার্ভিস এরপর Yahoo mail, Outlook, Rediffmail, WebMail ইত্যাদি

সব মিলিয়ে Gmail হল Email এর একটি প্রকার

 

Gmail ID কিভাবে বানাবো?

এতক্ষণ পর্যন্ত আপনারা জানলেন Gmail কি আর Email ও Gmail এর পার্থক্য এবার আমরা কথা বলবো আপনারা কিভাবে Gmail একাউন্ট বানাবেন খুবই সহজ পদ্ধতিতে আর আমি এটাও জানি অনেক মানুষ এটি জানতে চান

Step 1. আপনাকে গুগলের সার্চ বক্সে গিয়ে Gmail টাইপ করতে হবে

Step 2. এরপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে সেখানে আপনাকে Create Account অপশনটি এরপর আপনাকে কিছু ডিটেলস দিতে বলবে যেমন আপনার name, date of birth, phone number ইত্যাদি 

আপনাকে এর সঠিক ডিটেলস ফিলাপ করে next অপশনটিতে ক্লিক করতে হবে এরপর আপনার দেওয়া মোবাইল নম্বরটি ভেরিফাই করার জন্য আপনার কাছে একটি কোড আসবে ওই কোডটি আপনি সঠিকভাবে প্রদান করলে আপনার কাজ সম্পন্ন হবে

 এরপর আপনার Gmail ID সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে

 

Gmail এর features

চলুন এবার Gmail এর প্রধান কিছু features সম্বন্ধে জেনে নিই

Compose

যখন আপনি আপনার Gmail একাউন্ট এ যান তখন বামদিকে টপে আপনি Compose নামের একটি বাটন দেখেন ওই অপশনটিতে ক্লিক করলে আপনি অন্য কাউকে ইমেল অর্থাৎ মেসেজ পাঠাতে পারবেন

Compose এ সর্বপ্রথম আপনাকে To নামের একটি লেখা দেখতে পাবেন সেখানে আপনাকে সেই মানুষের Gmail id দিতে হবে যাকে আপনি ম্যাসেজ পাঠাতে চান এছাড়া যদি আপনি একটি ম্যাসেজ অনেক মানুষকে একসাথে পাঠাতে চান তাহলে আপনাকে CC তে তাদের সবার ID অ্যাড করতে হবে

এরপর Subject নামের একটি লেখা দেখতে পাবেন এর অর্থ হল আপনার মেসেজটি কোন টপিকের উপর সেটি আপনাকে ওখানে লিখতে হবে আর সর্বশেষ আসে text box নামের একটি লেখা সেখানে আপনি আপনার মেসেজের মেইন পার্ট লিখতে পারবেন

যদি আপনি মেসেজের সাথে কোন টেক্সট ফাইল, ইমেজ এড করতে চান তাহলে আপনি নিচে attach নামের একটি চিহ্ন দেখতে পাবেন সেটিতে ক্লিক করে আপনি সেই সমস্ত ফাইলকে অ্যাড করতে পারবেন

Inbox

compose এর ঠিক নিচে আপনি Inbox নামের একটি বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করে আপনি সেই সমস্ত মেসেজ দেখতে পাবেন যেগুলো অন্যরা আপনাকে পাঠিয়েছে

কিন্তু যখন আপনি inbox অপশনটিতে ক্লিক করবেন তখন আপনি উপরে তিনটি টেব দেখতে পাবেন

Primary

এখানে সেই সমস্ত থাকে যেগুলো অন্য মানুষেরা আপনাকে পাঠিয়েছে অর্থাৎ যেগুলো আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মেল

Social

এই ট্যাবটিতে সেই সমস্ত থাকে যেগুলো আপনার সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম থেকে আসে

Promotions

এখানে সেই সমস্ত মেল থাকে যে সমস্ত ওয়েবসাইডে আপনি দিয়ে তাদের ই-মেইল সাবস্ক্রিপশন কে সাবস্ক্রাইব করেছেন তাদের মেইল এখানে দেখতে পাবেন অর্থাৎ এখানে সমস্ত mail promotions এর জন্য হয়

Hangout

Gmail এ আপনি চ্যাট করতে পারবেন যেটিকে Hangout নাম দেওয়া হয়েছে এখানে আপনি তাদের সাথে চ্যাট করতে পারবেন যাদের Gmail ID আছে

 

Conclsion:

আজ আমি আপনাদের এই পোষ্টের মাধ্যমে Gmail কি এই সম্বন্ধে বিস্তারিতভাবে জানলেন আশা করি আজকের এই পোস্টটি আপনাদের খুব সাহায্যকারী হয়েছে

যদি আপনাদের কোন ধরনের প্রশ্ন থেকে থাকে এই পোস্টটির সম্বন্ধিত তাহলে আপনারা নিচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়া যথাযথ চেষ্টা করব

আর যদি আপনারা ব্লগিং এসইও ডিজিটাল মার্কেটিং এর সম্বন্ধিত এই ধরনের সাহায্যকারী তথ্য পেতে চান তাহলে আমাদের এই ব্লগে সাবস্ক্রাইব করে রাখুন এতে আমরা যখনই কোন নতুন পোস্ট করব তখন তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আজকের পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটিকে আপনার সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য কেউ এই বিষয় সম্বন্ধে বিস্তারিত ভাবে জানতে পারে

Published By: Sougata Dey

আমি সৌগত দে, এই ব্লগের ফাউন্ডার আমি পেশাগতভাবে একজন ব্লগার এবং ইউটিউবার। আমি এখানে প্রতিনিয়ত আমার পাঠকদের জন্য সাহায্যকারী তথ্য প্রদান করে থাকি। ❤️

Previous Post
Next Post

Reader Interactions

আপনাদের এই টিউটোরিয়াল গুলো পড়া দরকার

  • কম দামে ৭ টি নতুন এবং ভালো এন্ড্রয়েড মোবাইল ২০২১ (১০ হাজারের মধ্যে)

    কম দামে ৭ টি নতুন এবং ভালো এন্ড্রয়েড মোবাইল ২০২১ (১০ হাজারের মধ্যে)

  • Google Reverse Image Search কি আর কিভাবে ব্যবহার করবেন

    Google Reverse Image Search কি আর কিভাবে ব্যবহার করবেন

  • Whois কি আর কিভাবে ব্যবহার করব

    Whois কি আর কিভাবে ব্যবহার করব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

নতুন পোস্ট

  • কম দামে ৭ টি নতুন এবং ভালো এন্ড্রয়েড মোবাইল ২০২১ (১০ হাজারের মধ্যে)
  • Google Reverse Image Search কি আর কিভাবে ব্যবহার করবেন
  • Whois কি আর কিভাবে ব্যবহার করব
  • 5 important plugin for WordPress blog
  • সার্চ ইঞ্জিন কি আর এটি কিভাবে কাজ করে?

টপিক

  • অনলাইন ইনকাম
  • ইউটিউব
  • ইন্টারনেট টিপ্স
  • এন্ড্রয়েড স্মার্টফোন
  • কম্পিউটার ও ল্যাপটপ
  • গুগল এডসেন্স
  • পার্সোনাল হেল্প
  • ব্লগিং & ওয়েবসাইট
  • সোশ্যাল মিডিয়া

Footer

এই ব্লগ সম্বন্ধিত কিছু তথ্য

এটি একটি বাংলা ব্লগ, এই ব্লগটির প্রধান উদ্দেশ্য বাংলা ভাষায় বিভিন্ন তথ্য মানুষকে সরবরাহ করা। 

এটি ছাড়াও আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, যেখানে আমরা নতুন ব্লগারদের সহায়তা করি।

আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করুন।

  • Facebook
  • Instagram
  • Twitter
  • YouTube
DMCA.com Protection Status

Recent Video

https://www.youtube.com/watch?v=k4BMleWAvEU
Copyright ©2020 Bengalitech.info - সেরা বাংলা প্রযুক্তি ব্লগ আমাদের সম্পর্কে যোগাযোগ করুনগোপনীয়তা নীতিসাইটম্যাপশীর্ষে যান।