• ব্লগ
  • ব্লগিং & ওয়েবসাইট
  • ইন্টারনেট টিপ্স
  • অনলাইন ইনকাম
  • আরও
    • সোশ্যাল মিডিয়া
    • কম্পিউটার ও ল্যাপটপ
    • পার্সোনাল হেল্প
    • এন্ড্রয়েড স্মার্টফোন
    • ইউটিউব
    • গুগল এডসেন্স

Bengalitech.info – সেরা বাংলা প্রযুক্তি ব্লগ।

  • Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar
  • Skip to footer
  • ব্লগ
  • ব্লগিং & ওয়েবসাইট
  • ইন্টারনেট টিপ্স
  • অনলাইন ইনকাম
  • আরও
    • সোশ্যাল মিডিয়া
    • কম্পিউটার ও ল্যাপটপ
    • পার্সোনাল হেল্প
    • এন্ড্রয়েড স্মার্টফোন
    • ইউটিউব
    • গুগল এডসেন্স

CPA Marketing কি? সিপিএ মার্কেটিং এর লাভ ও উদাহরণ 2021

Author: Sougata Dey | On:13th Dec, 2020| Comments: 0

অ্যাফিলিয়েট মার্কেটিং এর সম্বন্ধে আপনারা শুনে থাকবেন কিন্তু আপনারা CPA Marketing এর সম্বন্ধে কি জানেন এটি Cost Per Acquisition এর ওপর কাজ করে এই পোস্টে আমরা CPA Marketing কি আর এটি থেকে কিভাবে ইনকাম করা যায় এই বিষয়ে বিস্তারিত ভাবে জানবো তাহলে চলুন জেনে নেওয়া যাক CPA Marketing কি আর সিপিএ মার্কেটিং এর লাভ ও উদাহরণ সম্পর্কে

সর্বপ্রথম আপনাদের এটি জানতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং কি তারপরে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন CPA Marketing কি

অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে বিস্তারিত ভাবে জানার জন্য আমাদের নিচে দেওয়া আর্টিকেলটি অবশ্যই পড়ুন

  • এফিলিয়েট মার্কেটিং কি

এই আর্টিকেলটি পড়ে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে বিস্তারিতভাবে তথ্য পেয়ে যাবেন তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক CPA Marketing কি

 

CPA Marketing কি? (What is CPA Marketing in Bangla)

Table of Contents

  • CPA Marketing কি? (What is CPA Marketing in Bangla)
  • CPA Marketing এর লাভ
  • CPA কিভাবে কাজ করে?
  • সিপিএ মার্কেটিং কাজের কিছু উদাহরণ
  • সিপিএ মার্কেটিং করতে কি কি প্রয়োজন হয়?
  • CPA Affiliate Marketing থেকে কিভাবে টাকা আয় করবেন?
  • এই আর্টিকেল এর মাধ্যমে আমরা কি শিখলাম

CPA Marketing কি? সিপিএ মার্কেটিং এর লাভ ও উদাহরণ 2021

CPA এর অর্থ হলো Cost Per Acquisition, এটিকে Cost Per Action আর Pay Per Acquisition(PPA) এর রূপে জানা যায়

এটি একটি অনলাইন মূল্য নির্ধারিত মডেল যেখানে বিজ্ঞাপন দাতা একটি নির্দিষ্ট অধিগ্রহণের জন্য অর্থ প্রদান করে উদাহরণ স্বরূপ Sell, Click or Form Submit (Contact Request, Newsletter Signup, Registration ইত্যাদি) 

Direct Response advertisers বেশিরভাগ CPA অনলাইন বিজ্ঞাপন কেনার জন্য সবথেকে ভাল মাধ্যম মনে করা হয় কারণ এখানে বিজ্ঞাপনদাতা শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য অর্থ প্রদান করে

এর অর্থ হল বিজ্ঞাপনদাতারা কেবল বিক্রয় সম্পর্কিত কাঙ্খিত ক্রিয়ার ফলপ্রসূ লিডের জন্য অনুমোদিত সংস্থাগুলিকে অর্থ প্রদান করে

যদি আমি আপনাদের সহজ ভাষায় বলি তাহলে ধরে নিন যদি আপনারা কোন কাজ সম্পূর্ণ সঠিকভাবে করাতে পারেন তাহলে আপনাদেরকে কিছু টাকা কমিশন দেওয়া হবে

এটিকে আপনারা একটি অনলাইন মার্কেটিং এর কৌশল হিসেবে ধরে নিতে পারেন এখানে কোম্পানির তাদের বিজনেস, সার্ভিস বা প্রোডাক্টের প্রচারের জন্য “Publishers” এবং “Advertisers” দের সাহায্য নেয়

এখানে প্রচার বলতে বোঝায় কোম্পানিগুলো আপনাদের কিছু কাজ দিবে যেমন সফটওয়্যার ডাউনলোড, ফর্ম ফিলাপ, ইমেইল সাবমিশন, ফর্ম রেজিস্ট্রেশন, সার্ভে ইত্যাদি

আর আপনাকে একজন পাবলিশার হিসাবে এই ধরনের কাজগুলো করাতে হবে আপনার ব্লগ বা ওয়েবসাইটের মাধ্যমে

যদি আপনারা এই ধরনের কাজগুলো সফলতা পূর্বক করাতে পারেন তাহলে কোম্পানির তরফ থেকে আপনাদেরকে প্রতি কাজের জন্য কমিশন দেওয়া হবে

সিপিএ মার্কেটিং এর প্রক্রিয়া এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রক্রিয়া এর মধ্যে কেবলমাত্র এটাই অন্তর যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মত আপনাকে এখানে কোন প্রোডাক্ট বিক্রি করতে হবে না

CPA Marketing এর মূল উদ্দেশ্য হলো ‘লিড তৈরি করা”

অর্থাৎ আপনাকে দেওয়া কাজগুলো আপনার ব্লগ বা ওয়েবসাইটে আসা ইউজারদের দ্বারা করানো

এবং এই কাজগুলো করানোর বিনিময় কোম্পানি আপনাকে কিছু কমিশন দেবে

আশা করছি এবার আপনারা সম্পূর্ণভাবে বুঝে গিয়েছেন CPA Marketing কি? (What is CPA Marketing in Bangla)

 

CPA Marketing এর লাভ

যদি আপনার একটি ওয়েবসাইট, ব্লগ বা  অ্যাপ্লিকেশন থেকে থাকে অথবা ভালো পরিমাণে ইমেইল লিস্ট থেকে থাকে তাহলে আপনি ইন্টারনেটের অন্যান্য মাধ্যম গুলোর তুলনায় CPA Marketing  থেকে অতি সহজেই অনলাইনে ইনকাম করতে পারবেন

এছাড়াও সিপিএ মার্কেটিং এর আরো অনেক লাভ রয়েছে সেগুলো আমি নিচে আপনাদের বিস্তারিতভাবে বর্ণনা করেছি

  • এই ধরনের মার্কেটিং এর প্রক্রিয়াতে আপনি কোন ধরনের বিক্রি না করিয়ে ইনকাম করতে পারবেন
  • ফর্ম ফিলাপ, সার্ভে, অ্যাপ ইনস্টল ইত্যাদি কাজগুলো করে ইনকাম করতে পারবেন
  • CPA Marketing এর ক্ষেত্রে অতি সহজেই কনভারসেশন হওয়ার সুযোগ রয়েছে
  • এখানে আপনাকে তেমন কোনো কৌশল প্রয়োগ করার প্রয়োজন হবে না
  • আপনাকে শুধুমাত্র অফার গুলো খেয়াল রাখতে হবে এবং সেগুলোকে আপনার ওয়েবসাইট, ব্লগ বা অ্যাপ্লিকেশনের ট্রাফিকের মাধ্যমে করিয়ে নিতে হবে

একটি কথা অবশ্যই মনে রাখবেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে পণ্য বিক্রি করতে হবে এবং মানুষেরা অত সহজে আপনার ওয়েবসাইট দেখে কোন জিনিস কিনবে না

তাই এই ক্ষেত্রে টাকা ইনকাম করাটা অনেক কষ্টের হয়ে যায়

কিন্তু CPA Marketing এর ক্ষেত্রে আপনাকে কেবল ফর্ম ফিলাপ, সার্ভে, অ্যাপ ইন্সটল এর মত সাধারন কাজগুলো আপনাকে করাতে হবে

তাই এই ক্ষেত্রে মানুষেরা অতি সহজেই এই কাজগুলো করবে

এর ফলে অতি সহজেই আপনার ইনকাম হয়ে যাবে

 

CPA কিভাবে কাজ করে?

CPA কিভাবে কাজ করে এই প্রশ্নের উত্তর অতি সাধারণ

আপনারা দেখে থাকবেন ইন্টারনেটে কিছু অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি রয়েছে বিভিন্ন কোম্পানিগুলো তাদের বিজনেস, প্রডাক্ট বা সার্ভিস গুলোর সাথে জড়িত বিভিন্ন প্রচার বা অন্যান্য কাজ করানোর জন্য যুক্ত রয়েছে

এই সমস্ত উৎপাদন কোম্পানিগুলো এই অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলোকে কিছু অর্থ অবশ্যই দেন

এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিকে সাধারণত বলা হয় “affiliate natwork”, “cpa network” ইত্যাদি 

যদি আপনার কাছে কোন ওয়েবসাইট, ব্লগ বা অ্যাপ্লিকেশন বাঁড়া ভালো পরিমাণে ইমেইল লিস্ট থেকে থাকে তাহলে আপনারা এই সমস্ত CPA নেটওয়ার্ক গুলিতে রেজিস্টার করে একজন পাবলিশার হিসাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন

এরপর CPA নেটওয়ার্কগুলিতে থাকা বিভিন্ন কাজ গুলো আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইটে আসা ট্রাফিক ভিজিটর দের দ্বারা করিয়ে নিতে পারবেন

সফলতাপূর্বক ভাবে এই কাজগুলো যদি আপনারা করিয়ে নিতে পারেন তাহলে সেই সমস্ত CPA নেটওয়ার্ক গুলোর কাছ থেকে আপনারা কিছু টাকা কমিশন হিসাবে পেয়ে যাবেন

এই ভাবেই CPA Marketing এর প্রক্রিয়া কাজ করে

 

সিপিএ মার্কেটিং কাজের কিছু উদাহরণ

এবার হয়তো আপনারা ভাবছেন সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে আপনাদের কি কি কাজ করতে হতে পারে

যদি আপনাদের এরকম মনে হয় তাহলে চলুন CPA Marketing এর কাজের কিছু উদাহরণ জেনে নেওয়া যাক

  • বিভিন্ন কোম্পানির e-mail নিউজলেটার সাবস্ক্রাইব করা
  • ফর্ম ফিলাপ এর ক্ষেত্রে নিজের তথ্য প্রদান করা
  • সার্ভে সম্পূর্ণ করার কাজ
  • একটি সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, গেম বা এক্সটেনশন ডাউনলোড করানো
  • লাইভ চ্যাটিং ওয়েবসাইটে রেজিস্টার করানো বা সাইনআপ করানো

উপরের বলা এই ধরনের কাজ গুলো আপনার ওয়েবসাইটের ট্রাফিক ইউজারদের দ্বারা করিয়ে CPA Marketing এর মাধ্যমে টাকা আয় করা হয়

CPA Marketing এর মাধ্যমে আপনাদেরকে কোন কিছু বিক্রি করতে হবে না শুধুমাত্র আপনাদের এই কাজ গুলো সঠিক ভাবে সম্পূর্ণ করাতে হবে

কারণ এই কাজগুলো করানোর জন্য যে কোম্পানি আপনাকে টাকা দিচ্ছে সেই কোম্পানির কোন না কোন কিছু স্বার্থ অবশ্যই রয়েছে

 

সিপিএ মার্কেটিং করতে কি কি প্রয়োজন হয়?

আমি আপনাদের আগেই বলেছি CPA Marketing কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতই

তাই আপনাদের এফিলিয়েট মার্কেটিং করে টাকা আয় করার ক্ষেত্রে যে সমস্ত জিনিসের প্রয়োজন সপ্তাহে আপনাদের এই মার্কেটিং এও লাগবে

  1. একটি ব্লগ, ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন এর প্রয়োজন হবে
  2. আপনার অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে ভালো পরিমাণে ট্রাফিক থাকতে হবে
  3. একটি ভালো CPA নেটওয়ার্কের সাথে আপনাকে যুক্ত হতে হবে
  4. CPA এর কাজগুলো আপনাকে সিপিএ নেটওয়ার্ক থেকে নিয়ে আপনার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রচার করতে হবে এবং ইউজার ভিজিটরদের সেই কাজগুলো করার জন্য আগ্রহী করতে হবে
  5. এই কাজ গুলোর বিনিময়ে টাকা ইনকাম করুন

শুধুমাত্র CPA Marketing করার জন্য এই সমস্ত জিনিস গুলোর প্রয়োজনীয়তা রয়েছে

 

CPA Affiliate Marketing থেকে কিভাবে টাকা আয় করবেন?

বর্তমানে এমন হাজার হাজার ব্লগার বা ইউটিউবার রয়েছে যারা এই সিপিএ মার্কেটিং প্রক্রিয়ার সাহায্যে ভালো টাকা আয় করছেন

এটা আমি আপনাদের আগেই বলেছি এই মার্কেটিংয়ে আপনাদের কোন কিছু বিক্রি করানোর প্রয়োজন হয় না

আর তাই মানুষেরা সহজে আপনার দ্বারা প্রচার করা বিজ্ঞাপনগুলোতে আগ্রহী হয়ে কাজগুলো করে দেয়

CPA Marketingএর মাধ্যমে আপনারা $0.10 থেকে $10 প্রতিদিন লিড কনভার্সন থেকে আয় করতে পারবেন

এবং কিছু কিছু ক্ষেত্রে প্রতিটি কনভার্সন এর ক্ষেত্রে $50 এর থেকেও অধিক আয় করার সম্ভাবনা রয়েছে

তবে এইসব ক্ষেত্রে কিছু নিয়ম ও সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে

এবার যদি আপনাদের মনে এই প্রশ্নই ঘুরপাক খায় “কিভাবে সিপিএ মার্কেটিং থেকে টাকা আয় করা যায়” তাহলে আমি আপনাদের কিছু পয়েন্ট সম্পর্কে বলব যেগুলো আপনাদের মনোযোগ সহকারে পড়তে হবে

  • সর্বপ্রথম একটি ভালো CPA নেটওয়ার্ক এর নির্বাচন করে রেজিস্টার করতে হবে
  • আপনার ব্লগ, ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনগুলোতে সেই সিপিএ নেটওয়ার্ক এর বিজ্ঞাপন গুলো লাগিয়ে প্রচার করতে হবে
  • যখন আপনার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন থেকে কোন ইউজার বা ভিজিটর আপনার দেওয়া বিজ্ঞাপনে ক্লিক করে সেই কাজটি সম্পূর্ণ করবে তখন আপনি টাকা আয় করতে পারবেন

তো বন্ধুরা আশা করছি এবার আপনারা সম্পূর্ণভাবে বুঝে গিয়েছেন সিপিএ মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করবেন

চলুন এবার আপনাদের বলে দিয় কিভাবে আপনারা সিপিএ মার্কেটিং থেকে ভালো টাকা ইনকাম করবেন

আপনারা এমন অনেক ওয়েবসাইট দেখে থাকবেন যারা এই ধরনের কাজ করে সেখানে আমাদের বিভিন্ন ধরনের ফর্ম ফিলাপ করতে হয় আর এইসব কাজের জন্য কোম্পানি আমাদের টাকা দেয়

যদিও এই ধরণের বেশিরভাগ কোম্পানি fraud হয় আর মানুষ দের কাজ করিয়ে তাদের টাকা দেয় না কিন্তু dr.cash এর মত কিছু কোম্পানি বাস্তবেই টাকা প্রদান করে

Dr.cash একটি বৃহত্তর CPA অ্যাফিলিয়েট হওয়ার সাথে সাথে ভালো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক কোম্পানি এটি গোটা বিশ্বে nutra offer প্রদান করে

এটি cash-on-delivery এর ওপর কাজ করে আপনি এর অ্যাফিলিয়েট প্রোগ্রাম জয়েন করে আপনার ওয়েবসাইটের রিলেভেন্ট প্রোডাক্ট বেছে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট শুরু করতে পারেন

আপনি যত তাড়াতাড়ি grow করবেন ততবেশি আপনার কমিশন বাড়তে থাকবে এখানে আপনারা বিউটি আর হিউম্যান হেলথ এর উপর 46 niche অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবেন

এর সব থেকে ভালো কথাটি হলো আপনি এখানে টপ অফার চেক করতে পারবেন

এই কোম্পানি payout দেয় প্রতি সোমবার, বুধবার আর শুক্রবারে

 

এই আর্টিকেল এর মাধ্যমে আমরা কি শিখলাম

তো বন্ধুরা আজকের এই আর্টিকেলটি এর মাধ্যমে আমরা শিখলাম CPA Marketing কি? (What is CPA Marketing in Bangla) সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে

বন্ধুরা যদি আপনাদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন থেকে থাকে আর ওই অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে ভালো পরিমাণে ট্রাফিক আছে তাহলে আপনারা এই সিপিএ মার্কেটিং এর মাধ্যমে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন

বন্ধুরা যদি আপনার গুগোল এডসেন্স থেকে ভালো টাকা ইনকাম করতে পারছেন না তাহলে আপনারা এটিকে গুগল এডসেন্স এর সেরা বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন

এই CPA নেটওয়ার্ক গুলোর মধ্যে কিছু সেরা নেটওয়ার্ক এর নাম হলো “cpalead.com”, “peerfly.com” এবং আরো অন্যান্য নেটওয়াক রয়েছে

আপনারা এই সমস্ত সিপিএ নেটওয়ার্ক গুলো ব্যবহার করে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন

আশা করছি বন্ধুরা আজকের এই আর্টিকেলটি পড়ার পর আপনারা CPA Marketing সম্বন্ধে বিস্তারিত ভাবে জেনে গিয়েছেন যদি আপনাদের সিপিএ মার্কেটিং সম্বন্ধিত কোন ধরনের প্রশ্ন বাস সমস্যা থেকে থাকে তাহলে আপনারা নিচে দেওয়া কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব বন্ধুরা আজকের এই আর্টিকেলটি পড়ার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই আর্টিকেলটিতে আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না আজকের এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ

Published By: Sougata Dey

আমি সৌগত দে, এই ব্লগের ফাউন্ডার আমি পেশাগতভাবে একজন ব্লগার এবং ইউটিউবার। আমি এখানে প্রতিনিয়ত আমার পাঠকদের জন্য সাহায্যকারী তথ্য প্রদান করে থাকি। ❤️

Previous Post
Next Post

Reader Interactions

আপনাদের এই টিউটোরিয়াল গুলো পড়া দরকার

  • Hosted Adsense Vs Non-Hosted Adsense একাউন্টের মধ্যে কি পার্থক্য?

    Hosted Adsense Vs Non-Hosted Adsense একাউন্টের মধ্যে কি পার্থক্য?

  • Google Adsense কি? গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করবেন?

    Google Adsense কি? গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করবেন?

  • ডিজিটাল মার্কেটিং(Digital Marketing) কি? এর প্রকার এবং লাভ

    ডিজিটাল মার্কেটিং(Digital Marketing) কি? এর প্রকার এবং লাভ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

নতুন পোস্ট

  • Hosted Adsense Vs Non-Hosted Adsense একাউন্টের মধ্যে কি পার্থক্য?
  • Google Adsense কি? গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করবেন?
  • ডিজিটাল মার্কেটিং(Digital Marketing) কি? এর প্রকার এবং লাভ
  • গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা এবং চাকরির সুযোগ (Graphic Design In Bangla 2021)
  • CPA Marketing কি? সিপিএ মার্কেটিং এর লাভ ও উদাহরণ 2021

টপিক

  • অনলাইন ইনকাম
  • ইউটিউব
  • ইন্টারনেট টিপ্স
  • এন্ড্রয়েড স্মার্টফোন
  • কম্পিউটার ও ল্যাপটপ
  • গুগল এডসেন্স
  • পার্সোনাল হেল্প
  • ব্লগিং & ওয়েবসাইট
  • সোশ্যাল মিডিয়া

Footer

এই ব্লগ সম্বন্ধিত কিছু তথ্য

এটি একটি বাংলা ব্লগ, এই ব্লগটির প্রধান উদ্দেশ্য বাংলা ভাষায় বিভিন্ন তথ্য মানুষকে সরবরাহ করা। 

এটি ছাড়াও আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, যেখানে আমরা নতুন ব্লগারদের সহায়তা করি।

আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করুন।

  • Facebook
  • Instagram
  • Twitter
  • YouTube
DMCA.com Protection Status

Recent Video

https://www.youtube.com/watch?v=k4BMleWAvEU
Copyright ©2020 Bengalitech.info - সেরা বাংলা প্রযুক্তি ব্লগ আমাদের সম্পর্কে যোগাযোগ করুনগোপনীয়তা নীতিসাইটম্যাপশীর্ষে যান।