Classroom Prithibi Lyrics is taken from chapter 3 Prtithbi Bangla Band. This song is sung by Kaushik Chakraborty.
Classroom Prithibi Lyrics
Song Name | O Amar |
Singer Name | Kaushik Chakraborty |
Band Name | Prithbi Band |
Music Lebel | Asha Studio |
Classroom Prithibi Lyrics in Bengali
ফাঁকা ক্লাসরুম শীতঘুম আর মিথ্যে বাহাদুরি
পাতার পর পাতা উল্টায়
তবু মন চায় লুকোচুরি।
একটা বিকেল নন্দন চত্বরে ভেজা চোখ দুটো
লাস্ট বেঞ্চ তবু আঁকড়ে ধরে
স্মৃতির খড়-কুটো..
বোবা সেলফোনে তোমার ছবি
একঘেয়ে রিংটোন
আজ ভাবছি কখন তোমার আসবে টেলিফোন।
চারতলা সিঁড়ি ক্যান্টিন বারোমাস
ক্লাস পালানোর সুখ,
গুরুপদর চায়ের দোকান আর
ফেলে আশা কত মুখ..
কত লেখা গান, কত রাগ অভিমান
আনকোরা চিঠির ভিড়ে,
তুমি আসবে, ভালোবাসবে
ওই মিথ্যের মুখোশ ছিঁড়ে।
বন্ধু আমি দাঁড়িয়ে আছি,
আজও তোমার অপেক্ষায়,
চিঠি হাতে বলো আসবে এই ঠিকানায়।
একটা চিঠি নীলচে খামে,
গান লেখা শুধু তোমার নামে,
এই গান আমি শোনাবো তোমায়।
এই ভাবে ঠিক বাড়লো বয়স
পাকলো মাথার চুল।
কাটলো সময় অঙ্ক কষে তবু
তবু মানুষ চিনতে হলো ভুল।
হেরে যাওয়া শুধু অভ্যেস করেছি
প্রতিদিন এ শহরে,
আসলে সবটাই ছিল মিথ্যে অভিনয়
আমি মানতে পারিনি জোর করে।
আমার ছিল না দেয়ার কিছু ছিল শুধু গান
আনকোরা চিঠি ভালোবাসার,
তোমার দামি-স্বামী সংসার
উপহার, হ্যাংওভার আর আমার পুরোনো গিটার।
বন্ধু আমি দাঁড়িয়ে আছি,
আজও তোমার অপেক্ষায়,
চিঠি হাতে বোলো আসবে এই ঠিকানায়।
একটা চিঠি নীলচে খামে,
গান লেখা শুধু তোমার নামে,
এই গান আমি শোনাবো তোমায়।
বন্ধু আমি দাঁড়িয়ে আছি
কলেজের গেটে অপেক্ষায়,
চিঠি হাতে কত কথা লেখা তোমায়।
একটা চিঠি নীলচে খামে,
গান লেখা শুধু তোমার নামে,
এই গান আমি শোনাবো তোমায়।
Classroom Prithibi Lyrics in English
Faka Class Room Sheetghum aar
mitthey bahaduri
Patar por pata ultay
tobu mon chay lukochuri
Ekta bikel nondon chottorey
veja chokh duto
Last bench tobu ankrey dhore
smritir khor kuto
Bondhu ami dariye achi
Aajo tomar opekkhay
Chithi haate bolo ashbe Ei thikanay
Ekta chithi nilche khame
Gaan lekha sudhu tomar naam-e
Ei gaan ami shonabo tomay