Bondhu Tomay e Gaan Shonabo Lyrics (বন্ধু তোমায় এ গান শোনাব) Is Sung by Chandrabindoo from Gadha Bengali Movie. This Song Lyrics In Bengali written by Anindya Chatterjee. This Same Song Is Sung by many Various Artists In Their Own Way and In his own voice.
Bondhu Tomay e Gaan Shonabo Lyrics
Song | Bondhu Tomay e Gaan Shonabo |
Singer | Chandrabindoo |
Lyrics | Anindya Chatterjee |
Album | Gadha |
Music Lebel | Asha Audio |
Bondhu Tomay e Gaan Shonabo Lyrics in Bengali
ছেড়া ঘুড়ি রঙ্গিন বল
এই টুকুই সম্বল
আর ছিল রোদ্দুর এ পাওয়া বিকেল বেলা
বাজে বকা, রাত্রি দিন Asterix Tintin
এলোমেলো কথা উড়ে যেত,
হাসির ঠেলায়।
সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে
সবার অলক্ষেতে তুমিও কি ছিলে (x2)
হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়,
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়।
গল্পের মত, ইস্কুল বাড়ি
জমে ওঠা ক্ষত, খেলবনা আড়ি (x2)
সে খেলা কানা গলি রোজ চুপিসারে
এবং আগুন ছিল লাস্ট counter-এ
সে খেলা কানা গলি রোজ চুপিসারে
এবং আগুন ছিল লাস্ট counter-এ
হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়,
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়।
বইমেলা গুলো, গার্গী শ্রেয়সী
চেনা মুখগুলো, পরিচিত হাসি (x2)
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনি শে,
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনি শে।
হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়,
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়।
ছেড়া ছবি, ফটিক জল, এইটুকুই সম্বল
বাদবাকি রোদ চলে যাওয়া বিকেল বেলা
এক ঘেয়ে ক্লান্ত দিন, tancus asperin
যানজট এ দেরী হয়ে গেল বিকাল বেলা
মরা মাছের চোখ যায় যতদুরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে,
মরা মাছের চোখ যায় যতদুরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়,
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়।
Bondhu Tomay e Gaan Shonabo Lyrics in English
Chera ghoori rongeen ball
Ei tukui sombol
Aar chilo roddure pawa bikel bela
Baje boka raatri din
Asterix Tintin
Elomelo kotha ure jeto
Hashir thelae
Se haashi chute jeto godhuli michile
Sobar olokhete tumio ki chile
Se haashi chute jeto godhuli michile
Sobar olokhete tumio ki chile
Hawae Hawae
Hawae Hawae
[Chorus]
Bondhu tomae e gaan shonabo bikel belae
Bondhu tomae e gaan shonabo bikel belae
Aar ekbar jodi tomar dole nao khelae
Bondhu tomae e gaan shonabo bikel belae
Golper moto ishkul baari
Jome otha khoto
Khelbo naa aari
Se khela kanagoli
Roj chupisare
Ebong aagun chilo last counter
Hawae Hawae
Hawae Hawae
[Chorus]
Boimela dhulo Gaargi Shreyoshi
Chena mukhgulo
Porichito haashi
Se haashi rodh jhikimiki karnishe
Sahoshi chumbon aajo pareni se
Hawae Hawae
Hawae Hawae
[Chorus]
Chera chobi sfotik jol
Ei tuku sombol
Baad baaki rodh chole jawa bikel bela
Ek gheye klanto din campose aspirin
Jaanjote deri hoye gelo bikal bela
Mora maachher chokh jae joddure
Shukano jolchobi aajo roddure
Hawae Hawae
Hawae Hawae
[Chorus]