5 important plugin for WordPress blog: ওয়ার্ডপ্রেস ব্লগকে ডিজাইন আর মেন্টেন করার জন্য আপনার প্লাগিন এর প্রয়োজন পড়ে যদি আপনি ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে shift করেছেন তাহলে নতুন ব্লগারদের ওয়ার্ডপ্রেস এর সম্বন্ধে বেশি কিছু তথ্য জানা থাকে না
আর ওয়ার্ডপ্রেস ব্লগে এত প্লাগিন থাকে যে একজন নতুন ব্লগার বা নতুন ওয়ার্ডপ্রেস ইউজার এর ক্ষেত্রে সঠিক প্লাগিন সিলেক্ট করা খুবই কঠিন কাজ হয়ে যায় আর অনেক নতুন ইউজার ভুল প্লাগিন ইন্সটল করে নেন যার কারণে তাদের ব্লগে অনেক ধরনের সমস্যা দেখা দেয় আর ব্লগের rank, SEO খারাপ হয়ে যায় আর সাথে তাদের ব্লগে কখনোই ভিজিটর ইনক্রিজ হয় না
তাই আমি আপনাদের এই পোস্টে পাঁচটি এমন ভালো প্লাগিন্স এর সম্বন্ধে বলব যেগুলো আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে অবশ্যই ইনস্টল করা উচিত কারণ এই প্লাগিনগুলো শুধু আমার ব্লগে নয় বরং সমস্ত ব্লগারদের ব্লগে এই প্লাগিন ইন্সটল থাকে অথবা আপনি এটিও বলতে পারেন ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য সবথেকে জনপ্রিয় প্লাগিন্স হল এগুলি
তাহলে চলুন এই প্লাগিন গুলোর সম্বন্ধে জেনে নেওয়া যাক
ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য 5 টি গুরুত্বপূর্ণ প্লাগিন
Table of Contents
Yoast SEO
এটি এমন একটি প্লাগিন এটিকে যদি আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে ইন্সটল না করে থাকেন তাহলে আপনি অনেক বড় ভুল করছেন কারণ এই প্লাগিন এর সাহায্যে আপনি SEO এর আর এটি ওয়ার্ডপ্রেসের সবথেকে জনপ্রিয় SEO প্লাগিন
তাই আপনি Yoast SEO প্লাগিন কে আপনার ব্লগে অবশ্যই ইন্সটল করবেন নিচে আমি আপনাদের এটির features সম্বন্ধে বলে দিয়েছি
- Website name and company details
- submit and verify site to Google and other search engine
- on page setting
- home page setting
- title and meta description
- custom permalink
- RSS feed
- Robots txt
- generate XML sitemap automatically
এগুলো ছাড়াও আরো অনেক সেটিং আপনি Yoast SEO প্লাগিন এর সাহায্যে করতে পারবেন প্রায় 1 মিলিয়নের বেশি ইউজার এই SEO প্লাগিন কে ব্যবহার করে
Akismet
Akismet একটি anti-spam ওয়ার্ডপ্রেস প্লাগইন প্রত্যেক ব্লগে কমেন্ট অবশ্যই আছে কিন্তু তাদের মধ্যে অনেক কমেন্ট spam হয় তাই Akismet প্লাগিন এইসবের জন্য সবথেকে ভালো solution কারণ এটি অটোমেটিক আপনার spam কমেন্ট spam লিস্টে ফেলে দেয়আর যেগুলো আপনার পোষ্টের সম্বন্ধিত কমেন্ট সেগুলো কে moderation লিস্টে রেখে দেয়
এই প্লাগিন ব্যবহার করে আপনি আপনার ব্লগের spam কম আর আপনি যে কমেন্ট গুলো চাইবেন সেগুলো approve আর unapprove করতে পারবেন
W3 Total Cache
যখন আপনার ব্লগে কোন ভিজিটর আসে তখন আপনার পেজ বারবার ওপেন হয় এইজন্য আপনার ব্লগের লোডিং স্পীড খারাপ হয় কিন্তু W3 Total Cache প্লাগিন এর সাহায্যে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের লোডিং স্পীড টাইম কে reduce করতে পারবেন কারণ এটি আপনার ব্লগের একটি এমন HTML Cache ফাইল তৈরি করে যেটি আপনার ব্লগের ভিজিটর দের show হবে আর আপনার পেজ কে বারবার ওপেন করবে না যার ফলে আপনার ব্লগ fast loading করতে সাহায্য করবে 1 মিলিয়নের বেশি মানুষ এটি তাদের ব্লগে ইন্সটল করেছেন
Ad Inserter
ব্লগে এড শো করানো জন্য Ad Inserter সবথেকে ভালো প্লাগিন এই প্লাগিন এর সাহায্যে আপনি আপনার ব্লগ পোস্ট সাইডবার হেডার ফুটার যেকোনো জায়গায় ad লাগাতে পারবেন এবং এখানে একবার ads সেটিং করার পর আপনাকে আর ads লাগানো প্রয়োজন তাই আপনার ব্লগে অবশ্যই ইনস্টল করা উচিত
Google Analytics
Google Analytics এর সাহায্যে ব্লগকে track করতে পার এটা তো আর এই প্লাগিন এর সাহায্যে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের ডেশবোর্ডে আপনার ব্লগকে track করতে পারবেন আর আপনার ব্লগে কি কি হচ্ছে এগুলো সব চেক করতে পারবেন
তো বন্ধুরা এই ছিল ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ প্লাগিন এর তথ্য আপনি এই প্লাগইনগুলো আপনার ব্লগে অবশ্যই এড করবেন আর আপনার ব্লগকে সাকসেসফুল বানান
তো বন্ধুরা এই তথ্যটি আপনাদের কেমন লেগেছে অথবা এই পোস্টটি সম্বন্ধিত কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থেকে থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব
আর বন্ধুরা এই পোস্টটিকে আপনি আপনার বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ