সার্চ ইঞ্জিন কি: অনেক মানুষ এটি জানেন যে গুগোল একটি সার্চ ইঞ্জিন এখানে যদি কেউ প্রশ্ন টাইপ করে তাহলে কিছু সেকেন্ডের মধ্যেই উত্তর পেয়ে যায়
কিন্তু বন্ধুরা আসলে সার্চ ইঞ্জিন কিভাবে এত তাড়াতাড়ি আমাদের প্রশ্নের উত্তর দেয়? এটি কিভাবে কাজ করে আর এই সার্চ ইঞ্জিন কি এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা আপনাদের এই পোস্টের মাধ্যমে বিস্তারিতভাবে জানাবো
আসল কথা গুগলের সার্চ ইঞ্জিনে আমরা কোন প্রশ্ন কে words এর মাধ্যমে লিখি আর সেটি হল একটি সার্চ ইঞ্জিন আর এটি আমরা সবাই জানি পৃথিবীর বেশিরভাগ মানুষ অনলাইন কিছু জানার জন্য গুগলের সার্চ ইঞ্জিন কে বেশি ব্যবহার করেন আরন্য সার্চ ইঞ্জিন যেমন Bing, Yandex ইত্যাদি সবাই গুগোল এর থেকে অনেক পিছনে রয়েছে
তাই আজ আমরা গুগলের সার্চ ইঞ্জিন সম্পর্কে কথা বলব কিন্তু তার আগে আমরা এটি জেনে নেব সার্চ ইঞ্জিন কি?
সার্চ ইঞ্জিন কি?
Table of Contents
সার্চ ইঞ্জিন বিশেষ পদ্ধতির সফটওয়্যার প্রোগ্রাম এটি ইন্টারনেটে উপস্থিত তথ্যকে ইউজারদের কাছে পৌছে দিতে সাহায্য করে যেমন Google, Bing ইত্যাদি
এবার এটিকে আমরা সহজ ভাষায় যদি বোঝার চেষ্টা করি তাহলে – দেখুন যখন কোন ইউজার গুগোল বা অন্য কোন সার্চ ইঞ্জিনে গিয়ে কোন query সার্চ করে যেটিকে আমরা keyword বলি তখন সার্চ ইঞ্জিন যেটি একটি সফটওয়্যার প্রোগ্রাম ইন্টারনেটে ইউজারদের query এর সম্বন্ধিত উত্তরের তথ্য খুঁজে নিয়ে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজ এ দেখায়
এবার গুগলের সার্চ ইঞ্জিন যত সমস্ত ওয়েবপেইজ বা ব্লগ পোষ্ট গুগলে সাবমিট হয়েছে তাদের মধ্যে যারা ইউজারদের query সম্বন্ধিত তথ্য লিখে রেখেছে সেটিকে সার্চ করবে আর এদের মধ্যে যেগুলো সবথেকে ভালো তাদের রেংকিং এর হিসাবে আপনাদেরকে দেখাবে এটি হলো সার্চ ইঞ্জিন এর প্রধান কাজ
আপনারা জেনে গিয়েছেন সার্চ ইঞ্জিন কি এবার চলুন জেনে নেওয়া যাক এটি কিভাবে কাজ করে
যেকোনো সার্চ ইঞ্জিন এর সিক্রেট ফর্মুলা থাকে যেটিকে সাধারণত আমরা algorithm নামে জেনে থাকি
এই algorithm যে কোন ওয়েব সাইটে গিয়ে তাদের ডাটা দেখে আর সেগুলো কে ইন্ডেক্স কড়াই আর তারপর সার্চ রেজাল্ট পেজ এ রেংকিং দেয়
যদিও গুগল আর bing এর মত বড় বড় সার্চ ইঞ্জিন অবশ্যই কিছু তথ্য প্রদান করে যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করবেন যাতে তাদের বানানো algorithm সেদিকে ভালোভাবে বুঝতে পারে আর রেংক করাতে পারে কিন্তু আপনাকে সঠিক তথ্য প্রদান করতে হবে
Search Engine এর কাজ করার প্রসেস কি তাহলে যে কোন সার্চ ইঞ্জিন তিনটি প্রক্রিয়ায় কাজ করে
Crawling
Indexing
Ranking
Crawling
সর্ব প্রথম সার্চ ইঞ্জিনের যে কাজটি সেটি হল crawling এর কাজ হল ওয়েবসাইটে ভিজিট করা যেগুলো সার্চ ইন্জিনে সাবমিট করা হয়েছে অর্থাৎ গুগলের সার্চ কনসলে যে সমস্ত ওয়েব সাইট সাবমিট করা হয়েছে আর এপ্রুভ করা হয়েছে
সার্চ ইঞ্জিন এর Crawler, bot অথবা Spider সেই সমস্ত সাবমিট করা ওয়েবসাইটের ডাটা কালেক্ট করে
এই crawler যে কোন ওয়েবসাইটে গিয়ে যে জিনিসটি লক্ষ্য করে সেটি হল –
পেজ বা পোস্ট এর টাইটেল
পোষ্টের মধ্যে কোন কোন কিওয়ার্ডের ব্যবহার করা হয়েছে
পেজ বা ওয়েবসাইট এর মধ্যে কত লিংক আছে
ইমেজ বা ভিডিও আছে কিনা আর সে গুলোকে কি ওয়ার্ড এর সাথে রিনেম করা হয়েছে কিনা
মেটা ডেসক্রিপশন আছে কিনা
কনটেন্টের কোয়ালিটি কেমন
কবে পেজকে আপডেট করা হয়েছে
Indexing
এবার ওয়েবসাইটের ডাটা কালেক্ট করা হয়ে গেছে কিন্তু এত সমস্ত ওয়েবসাইট থেকে নেওয়া তথ্যকে সঠিক ভাবে উপস্থাপিত করতে হবে এই প্রসেস টি কে বলা হয় Indexing
এটিকে আপনি এও ভাবতে পারেন কোন বইয়ের মধ্যে অনেক lesson থাকে কিন্তু আমাদের সেগুলো কে একবারে দেখার জন্য ওই বইটির প্রথম পেজে Indexing করে একটি পেজ থাকে যেখানে সমস্ত lesson এর নাম আর পেজ নাম্বার দেওয়া থাকে
ঠিক সেইভাবে গুগলের সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের ডাটাকে টাইটেল, কিওয়ার্ড, মেয়েটা ইত্যাদি তথ্যকে স্টোর করে রাখে
Ranking
এরপর শেষ ধাপ টি হল Ranking অর্থাৎ যদি কোন ইউজার গুগলের সার্চ ইঞ্জিনে গিয়ে কোন প্রশ্ন বা query সার্চ করে তাহলে যে তথ্য বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট থেকে সার্চ ইঞ্জিন ইনডেক্স করে রাখে তাদের মধ্যে সবথেকে ভালো উত্তর কে তাদের query এর সম্বন্ধে ভালো দিচ্ছে এটি দেখা
আর সাথে সেই query এর মধ্যে যে word ব্যবহার সেই word এর সম্বন্ধিত ইন্ডেক্স করা কোন পেজটি সঠিকভাবে তথ্য প্রদান করেছে এইসব দেখার পর সার্চ ইঞ্জিন ভালো পেজকে তাদের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে ইউজারকে দেখায়
Top 5 সার্চ ইঞ্জিন কোনগুলি
যদিও গুগলের সার্চ ইঞ্জিন কেই বেশিরভাগ মানুষ ব্যবহার করেন যেকোনো ধরনের তথ্য জানার জন্য কিন্তু আরো কিছু সার্চ ইঞ্জিন আছে যেগুলো ব্যবহার করা হয় চলুন তাদের সম্বন্ধে জেনে নেওয়া যাক
Google
এটা আমি আপনাদের আগেই বলেছি যে গুগলের সার্চ ইঞ্জিন top এতে থাকে এই পৃথিবীর বেশিরভাগ মানুষ এই সার্চ ইঞ্জিনকে ব্যবহার করে থাকেন বেশিরভাগ 5.8 বিলিয়ন সার্চ প্রতিদিন গুগলে করা হয় প্রতি সেকেন্ডে 70000 এর কাছাকাছি মানুষ তাদের query গুগলের সার্চ করেন
70% মানুষ গুগল সার্চ ইঞ্জিন এর ব্যবহার করেন তাই এখানে শুধু কয়েক সেকেন্ড নয় ইন্টারনেটে গুগলের রাজ সবথেকে বেশি শুধু গুগলের কাছে সবথেকে বেশি তথ্য এর ডাটাবেশ থাকে এরকম নয় বরং ইউজারদের ডাটা সবথেকে বেশি গুগলের কাছে থাকে
Bing
দ্বিতীয় নম্বরে আসে Microsoft এর Bing এটি খুব বেশি তো নয় কিন্তু কিছুটা গুগলকে কম্পিটিশন দেয় আমেরিকাতে 33% মানুষ Bing সার্চ ইঞ্জিন এর ব্যবহার করেন আর দেখা গেলে এটার ইন্টারফেস অনেকটাই গুগলের মতন
যদিও Bing তাদের সার্চ ইঞ্জিনের কিছু এক্সট্রা ফিচার এর জন্য বেশি পরিচিত যেমন যদি আপনি কিছু Bing সার্চ আপনাকে কিছু পয়েন্ট দেয় যেগুলোর ব্যবহার আপনি পরবর্তীকালে করতে পারবেন
Yahoo
তৃতীয় নম্বরে আসে Yahoo যদিও প্রথম প্রধান এটি অনেক বেশি চলেছিল কিন্তু গুগোল যেভাবে তার ইউজারদের বুঝেছে আর তাদের হিসাবে তাদের নিজস্ব সার্চ ইঞ্জিনকে মডিফাই বা আপডেট করেছে সেই ভাবে Yahoo করতে পারেনি এইজন্য আজ এটি তৃতীয় নম্বরে অবস্থান করছে
যদিও Yahoo সার্চ ইঞ্জিন এর ইন্টারফেস অনেক ভালো ইউসারদের জন্য আর এটির ফলাফল অনেক বেশি ইফেক্টিভ আর সঠিক হয় এইজন্য অনেক মানুষ এটিকে পছন্দ করেন
Baidu
চতুর্থ নম্বরে আসে Baidu এটি 2000 সালে লঞ্চ করা হয়েছিল এটি চীনের সার্চ ইঞ্জিন আর এটি অনেক বেশি জনপ্রিয় যদিও মুখ্যভাবে এই দিনটি সার্চ ইঞ্জিন বেশি ব্যবহার করা হয় কিন্তু এটি পৃথিবীর অনেক জায়গায় ব্যবহার করা হয় এর ফলে এটি ইউজার সংখ্যা এখন ধীরে ধীরে বাড়ছে
Yandex
আর শেষ পঞ্চম নম্বরে আসে Yandex এটি 1997 সালে লঞ্চ করা হয়েছিল আর এটি রূসে সার্চ ইঞ্জিন টিকে সবথেকে বেশি ব্যবহার করা হয়
যদিও রুসে 65% মানুষ Yandex এর ব্যবহার করেন আর এখানে আপনি ইমেজ, ভিডিও সবকিছু সার্চ করতে পারবেন
আমার শেষ কথা
আশা করছি বন্ধুরা আপনারা সার্চ ইঞ্জিন কি আর কিভাবে কাজ করে এই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আমাদের এই পোষ্টের মাধ্যমে পেয়ে গিয়েছেন
যদি আপনাদের এই পোষ্টের সম্বন্ধিত কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থেকে থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার যথাযথ প্রয়াস করব
আর যদি আপনারা ভবিষ্যতে এধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে আপনারা আমার এই ব্লগ থেকে এখনই আর যদি আপনারা এসইও ব্লগিং ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে আমাদের এই ব্লগকে নিয়মিত ফলো করুন আজকের এই পোস্ট টি পড়ার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এটিকে আপনার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ