হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন Bengali Tech ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের বলব রাউটার কি আর রাউটার কিভাবে কাজ করে
আজ পৃথিবীর সমস্ত মানুষ ইন্টারনেটের ব্যবহার করছেন কারণ আজ আমাদের সমস্ত কাজ ইন্টারনেটের মাধ্যমেই হয় যেমন শপিং করা, বিল পেমেন্ট করা, মোবাইল আর ডিটিএইচ রিচার্জ করা ইত্যাদি
ইন্টারনেট এমন একটি জিনিস যার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবন খুবই সহজ হয়ে গেছে শুধু এতটাই নয় ইন্টারনেটের মাধ্যমে আজ আমরা সমস্ত কাজ ঘরে বসে করতে পারি যার ফলে আমাদের সময় আর পরিশ্রম দুটোই কম হয় কিন্তু এখনো এমন কিছু মানুষ আছেন যারা জানেননা ইন্টারনেট কি
এই জন্য আজ আমি আপনাদের ইন্টারনেট সম্বন্ধিত একটি গুরুত্বপূর্ণ বিষয় বলব যার নাম রাউটার হয়তো আপনিও জানেন না রাউটার কি? তাহলে চলুন জেনে নেই রাউটার এর সম্বন্ধে
রাউটার কি?
Table of Contents
রাউটার হল ছোট ইলেকট্রনিক ডিভাইস যেটি wired বা wiredless কানেকশনের মাধ্যমে অনেক কম্পিউটার নেটওয়ার্কে কানেক্ট করতে পারে সহজ ভাষায় বললে রাউটার একটি কম্পিউটার নেটওয়ার্ক কে কোন কম্পিউটার নেটওয়ার্কে কানেক্ট করে অথবা কম্পিউটার নেটওয়ার্কে ইন্টারনেটের সাথে কানেক্ট করে এইজন্য রাউটার এর স্থান আপনার মডেম আর কম্পিউটার এর মাঝে হয়
রাউটার একটি হার্ডওয়ার নেটওয়ার্কিং ডিভাইস, 1974 প্রথম Router ডেভলপ করা হয়েছিল রাউটার এর ব্যবহার নেটওয়ার্কে জোড়া লাগাতে কাজে লাগানো হয় নেটওয়ার্কে ইন্টারনেটের সাথে কানেক্ট করার জন্য রাউটার মডেমের সাথে কানেক্ট হওয়া চাই এই জন্য অধিকাংশ Router এ একটি বিশিষ্ট Ethernet Port কানেক্ট করার জন্য ডিজাইন করা হয়েছে
রাউটার কিভাবে কাজ করে?
এটা আপনারা জানেন রাউটার, Packet কে একটি নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ফরওয়ার্ড করার কাজ করে থাকে এটাও বলতে পারি Source থেকে Destination Address পর্যন্ত packet পৌঁছাতে হয় এর প্রধান কাজ হল packet কে রিসিভ করা আর রিসিভার কে ডেলিভার করা আপনি আপনার কম্পিউটার থেকে আপনার বন্ধুদের কাছে একটি ফেসবুক মেসেজ পাঠান এখন দিল্লিতে আছে সবার প্রথমে মেসেজ একটি packet এ কনভার্ট হয়ে যায় আর পাশে থাকা রাউটার পর্যন্ত পৌঁছে যায় তখন রাউটার, Routing Protocol থেকে Routing Table কে চেক করে
Routing Table এর আশেপাশে যত রাউটার আছে তাদের সবার এড্রেস আর path distance থাকে এরপর সবার কাছে থাকা রাউটার এর কাছে Packet কে ফরওয়ার্ড করা হয় Packet আগের রাউটার এর কাছে পৌঁছায় আর Shortest Path কে চেক করে আর আগের রাউটার এর কাছে পৌঁছে দেয় এইভাবে Packet Receiver Computer এর কাছে পৌঁছায়
একটি রাউটার অনেক নেটওয়ার্কে জোড়া লাগায় আর তাদের Routing table কে মেন্টেন পরে মেন্টেন অর্থাৎ আপডেট করতে থাকে প্রত্যেকটি রাউটার নিজের আশেপাশে থাকা রাউটারের তথ্য রাখে Routing Protocol প্রত্যেক রাউটার এর মধ্যে থাকে যার সাহায্যে তারা একে অপরের সঙ্গে কথা বলতে থাকে আর এর সাথে সাথে তাদের connected networks এর তথ্য নিজেদের মধ্যে শেয়ার করতে থাকে, Routing table কে আপডেট করতে থাকে এইভাবে এই Networking Device গুলি কাজ করে
- অবশ্যই পড়ুন – PayPal কি
রাউটার এর প্রকার গুলি কি কি?
আপনি মার্কেটে বিভিন্ন ধরনের রাউটার দেখতে ব্যবহারের অনুযায়ী এগুলিকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে চলুন এগুলো সম্বন্ধে বিস্তারিত হবে জেনে নিই
Broadband Routers
Broadband Router অনেক প্রকারের কাজ করতে পারে এর ব্যবহার কম্পিউটারকে একে অপরের সাথে জোড়া লাগানো আর ইন্টারনেটকে জোড়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে
যদি Voice Over IP Technology দ্বারা আপনি আপনার ফোনকে ইন্টারনেটের সাথে জড়াতে চান তাহলে আপনি বুঝে যাবেন VOIP connection এর জন্য আপনাকে Broadband Router এর ব্যবহার করতে হবে এটি একটি স্পেশাল টাইপের মডেম এটিতে Ethernet আর ফোন Jacks ও থাকে
Wireless Router
Wireless Router আজকাল প্রত্তেকেই এর সম্বন্ধে জানেন ঘরে, অফিসে, কলেজে এর ব্যবহার বেশি করা হয়ে থাকে আপনি কি জানেন এই Wireless Router এর সাহায্যে ইন্টারনেট একসেস করছেন হয়তো এই Wireless Router wireless signal এর এরিয়া বানায় আর এই ক্ষেত্রে যত কম্পিউটার, ট্যাবলেট, মোবাইল ফোন আছে ওগুলো ইন্টারনেটের ব্যবহার করছেন
সিকিউরিটি এর কথা খেয়াল রেখে এখানে পাসওয়ার্ড সিস্টেম আছে সুরক্ষার জন্য পাসওয়ার্ড আর আইপি অ্যাড্রেস এর ব্যবহার করা হয়ে থাকে আপনি হয়তো দেখে থাকবেন যখন আপনি Wifi এর ব্যবহার করেন তখন আপনি একটি ওয়াইফাই এর সাথে কানেক্ট করার আগে আপনাকে পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে এটি হলো এর সিকিউরিটি ফিচার
Edge Router
এই প্রকারের Router ISP(Internet Service Provider) এর কাছে রাখা হয় বাইরের protocols যেমন BGP(Boarder Gateway Protocol) কে অন্য ISP কে BGP এর সাথে configure করে
Inter Provider Border Router
এই ধরনের routers কে ISPs এর সাথে জোড়ার জন্য নেওয়া হয় যেমন এয়ারটেলকে রিলায়েন্স এর সাথে আর ভোডাফোন কে জিও এর সাথে এটি BGP SESSION কে মেনটেন করে
Core Router
LAN NETWORK কে backbone এর মত যে রাউটার কাজ করে ওটিকে Core Router বলে এটি বিভিন্ন বিভিন্ন Distributed Routers কে একে অপরের সাথে জোড়া লাগায় অর্থাৎ যদি একটি কোম্পানি আছে যার অনেক রাউটার আছে যেটি বিভিন্ন বিভিন্ন লোকেশনে আছে সেই সমস্ত রাউটার কে একে অপরের সাথে জোড়ার জন্য Core Routers এর ব্যবহার করা হয় এর নামটিও এই কারণেই Core
আমার শেষ কথা
সর্বদায় আমি চেষ্টা করি যে আপনাদের সঠিক আর পূর্ণ ইনফর্মেশন দেওয়ার আপনারা আজকে জানলেন রাউটার কি আর রাউটার কিভাবে কাজ করে ভবিষ্যতে রাউটার এর speed আর Routing Protocol কে বেশি মজবুতির উপর লক্ষ্য রাখা হবে
আশা করছি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনাদের ভাল লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই নিচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোন ধরনের প্রশ্ন মনের মধ্যে উঁকিঝুঁকি দিয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আপনারা আমার এই ব্লগ থেকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আপনারা আমার দেওয়া জানকারি সবার আগে পান আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম এ ফলো করুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ