ফেসবুক কি? বন্ধুরা যত মানুষ ইন্টারনেট ব্যবহার করেন তারা ফেসবুক এর সম্বন্ধে জানেন আর তারা ব্যবহার করেন
কিন্তু আমরা ফেসবুক কে শুধুমাত্র মানুষের সাথে জুড়তে আর আমাদের ফটো ভিডিও কে আমাদের বন্ধুদের সাথে শেয়ার করার একটি মাধ্যম মনে করি
কিন্তু ফেসবুক এর অনেক বেশি features মজুদ রয়েছে যেগুলো আমাদের সাধারণ মানুষের জন্য খুবই সাহায্যকারী হতে পারে আর যদি আপনাদের কোন বিজনেস থেকে থাকে তাহলে আপনার ওই বিজনেস টিকে ফেসবুক এর সাহায্যে প্রমোট করতে পারবেন
এছাড়া ফেসবুক কিভাবে বানানো হয়েছে? আর ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায়? হয়তো আমরা এইসব সম্বন্ধে কিছুই জানিনা এই জন্য আমাদের আজকের এই পোস্টটি আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে
আজকের সময়ে ফেসবুক কে গুগলের সমান মানা হয় শুধু সাধারণ মানুষই নয় বরং যারা বিজনেস করেন আর বড় বড় সেলিব্রেটি পর্যন্ত Facebook এর ব্যবহার করেন তাদের কাস্টমারের সাথে জোড়ার জন্য
ফেসবুক কি আর এটিকে কিভাবে ব্যবহার করব? ফেসবুক Tutorials In Bengali
ফেসবুক কি?
Table of Contents
ফেসবুক একটি সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট এটি তাদের রেজিস্টার ইউজারদের photos, videos কে শেয়ার করতে আর অন্য ফেসবুক ইউজারদের সাথে জুড়তে অনুমতি প্রদান করে
ফেসবুক এর সাহায্যে আপনি আপনার বন্ধু-বান্ধব আর আত্মীয়-স্বজনদের সাথে live chat করতে পারবেন এটি সম্পূর্ণ ফ্রি
1.69 billion এর বেশী মানুষ আজকের সময় ফেসবুক এর ইউজার পৃথিবীর মধ্যে টপ সোশাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে ফেসবুক এর নাম আছে
ফেসবুক এর ফাউন্ডার কে?
ফেসবুক এর ফাউন্ডার Mark Zuckerberg, Andrew McCollum, Eduardo Saverin, Dustin Moskovitz আর Chris Hughes
ফেসবুক কবে বানানো হয়েছিল?
4 ফেব্রুয়ারি 2004 সালে ফেসবুক কে লঞ্চ করা হয়েছিল
ফেসবুক কিভাবে বানানো হয়েছিল?
যিনি ফেসবুক বানিয়েছিলেন অর্থাৎ Mark Zuckerberg এর সম্বন্ধে বলতে গেলে তিনি ছোট থেকেই কম্পিউটারের ক্ষেত্রে খুবই দক্ষ ছিলেন তিনি ছোটবেলায় কম্পিউটার শিক্ষককে পর্যন্ত ফেল করিয়ে দিয়েছিলেন আর যখন সাধারন বাচ্চারা ভিডিও গেম খেলে তখন তিনি নিজের একটি গেম বানিয়েছিলেন
পরে যখন Mark Zuckerberg, Harvard ইউনিভার্সিটিতে পড়তে যান তখন সেখানে তার কম্পিউটার জ্ঞানের উপর ভিত্তি করে মানুষেরা তাকে প্রোগ্রামিং এক্সপার্ট বলা শুরু করে দেন
Mark Zuckerberg যখন কলেজে পড়তেন সেই সময় একটি book(Facebooks) ছিল সিটিতে সমস্ত কলেজ স্টুডেন্ট দের ছবি আর বাকি ডিটেলস থাকতো এটি থেকে Mark এর মাথায় একটি আইডিয়া এসেছিল সেটার উপর ভিত্তি করেই তিনি একটি ওয়েবসাইট বানান যেটার নাম ছিল facemash
এরপর 2004 সালে Mark The Facebook নামে একটি ওয়েবসাইট বানান ওই ওয়েবসাইটের উদ্দেশ্য ছিল Harvard ইউনিভার্সিটির স্টুডেন্ট একে অপরের সাথে জুড়তে পারে আর photos শেয়ার করতে যদিও প্রথমে এই ওয়েবসাইটটি শুধু Harvard ইউনিভার্সিটি এর মধ্যে বিখ্যাত ছিল কিন্তু ধীরে ধীরে অন্য ইউনিভার্সিটিতেও The Facebook অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল
The Facebook এর জনপ্রিয়তা দেখে Mark তার কলেজ ছেড়ে দিয়েছিলেন আর পুরো পৃথিবীতে এই ওয়েবসাইটটি কে জনপ্রিয় বানানোর কাজে লেগে গিয়েছিলেন 2005 সালে Mark The Facebook এর নাম বদলে এটির নামকরণ করেন Facebook
শুধু মাত্র দু’বছরের মধ্যে অর্থাৎ 2007 সালে ফেসবুক এ লক্ষ সংখ্যায় পার্সোনাল একাউন্ট আর বিজনেস পেজ তৈরী হয়ে গিয়েছিল আর 2011 সালে ফেসবুক পুরো পৃথিবীর মধ্যে সবথেকে বড় ওয়েবসাইট হয়ে গিয়েছিল
Mark Zuckerberg ফেসবুক ওয়েবসাইটটি মাত্র 19 বছর বয়সে বানিয়েছিলেন আর তিনি এখন সবথেকে Youngest billionaire
- অবশ্যই পড়ুন – YouTube Shorts কি
ফেসবুক এর ব্যবহার
যেটা আমি আপনাদের আগেই উপরে বলে দিয়েছি ফেসবুক একটি সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট এটির মাধ্যমে একজন অপরজনের সাথে জুড়তে পারে কিন্তু এছাড়াও আজকের সময়ে ফেসবুক এর ব্যবহার অনেক ক্ষেত্রে করা হয় চলুন সেই সব বিষয় সম্বন্ধে জেনে নিন
- ফেসবুকের সর্বপ্রথম ব্যবহার হলো আমরা আমাদের বন্ধুদের সাথে জুড়তে পারি আর তাদের সাথে কথা বলতে পারি তাও আবার সম্পূর্ণ ফ্রিতে
- দ্বিতীয়টি হলো ফেসবুকে আমাদের যে অ্যাকাউন্ট আছে তার মাধ্যমে আমরা আমাদের ফটো, ভিডিও শেয়ার করতে পারি সে গুলোকে তারাই কেবল দেখতে পারে যারা আমাদের ফেসবুকের বন্ধু আর আমরা তাদের tag করতে পারি
- এবার তো আমরা ফেসবুকের মাধ্যমে live এ যেতে পারি live video chat করতে পারি
- পার্সোনাল ব্যবহার বাদে আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের বিজনেস প্রমোট করতে পারি আমাদের নিজস্ব ফেইসবুক পেজ বানিয়ে আর ফেসবুকে ad চালাতে পারি
- ফেসবুকের ব্যবহার এখন সমস্ত সেলিব্রেটি বা অর্গানাইজেশন এর মানুষ ব্যবহার করতে পারে যাতে তারা তাদের fan বা কাস্টমারদের সাথে জুড়তে পারে
ফেসবুক এ একাউন্ট কিভাবে বানাবো?
এতক্ষণ পর্যন্ত আপনারা জানলেন ফেসবুক কি এটি কিভাবে বাড়ানো হয়েছিল আর এটি কিভাবে ব্যবহার করব কিন্তু এবার আমরা জানবো আপনারা কিভাবে ফেসবুকে জুড়তে পারবেন অর্থাৎ আপনারা কিভাবে ফেসবুকে একাউন্ট বানাতে পারবেন যদিও বেশিরভাগ মানুষ এই বিষয় সম্বন্ধে জানেন তবুও আমি আপনাদের বলে দিচ্ছি
Step 1. আপনাকে গুগোল এ গিয়ে Facebook.com সার্চ করতে হবে আর প্রথম লিংকটির উপর ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই আপনি ফেসবুকের হোম পেজে পৌঁছে যাবেন
Step 2. এবার আপনাকে Create account অপশনটিতে ক্লিক করতে হবে এরপর আপনাকে আপনার সমস্ত ডিটেলস ফিল করতে হবে যেমন –
Name, Phone No/email address, Date of Birth আর Gender
এই সমস্ত ডিটেইলস দেওয়ার পর আপনাকে sign up অপশনটিতে ক্লিক করতে হবে
Step 3. এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলে যাবে এরপর আপনার দেওয়া রেজিস্টার ফোন নাম্বারে একটি কোড পাঠানো হবে ভেরিফাই করার জন্য
এরপর আপনি আপনার ফেসবুক একাউন্টে গিয়ে edit info তে গিয়ে আপনার ডিটেলস দিন যেমন hobby, work, location ইত্যাদি
ফেসবুক কিভাবে ইনকাম করে?
আপনাদের মনে কখন না কখনো এই প্রশ্নটিই অবশ্যই এতে থাকবে যে আমরা ফেসবুকে কোন পয়সার না দিয়েই এদিকে আমরা ব্যবহার করি তাহলে ফেসবুক যে এত বড় কোম্পানি সে কিভাবে টাকা ইনকাম করে
এর উত্তর হলো আপনি আপনার ফেসবুক একাউন্টের news feed এ অনেক কোম্পানি এর প্রোডাক্ট বা সার্ভিস এর ad দেখে থাকবেন সেখানে sponsored লেখা থাকে এইজন্য এইসব কোম্পানি ফেসবুকে পয়সা দেয় যাতে তারা তাদের ad চালাতে পারে ফেসবুকে মানুষের কাছে তাদের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য আর সেল করার জন্য
এটি ফেসবুকের পয়সা ইনকাম করার প্রধান source আর আজকাল সমস্ত বড় কোম্পানি গুগোল এর মতই ফেসবুকে তাদের বিজনেস কে প্রমোট করার জন্য ad চালান
ফেসবুক এর সম্বন্ধিত কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা
আমরা যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে তখন সেখানে আমাদের একটি ফটো লাগানো থাকে যেটিকে আমরা profile photo বলি
Facebook Page
যদি আমাদের কোন বিজনেস থেকে থাকে আর আমরা আমাদের বিজনেসকে ফেসবুকের মাধ্যমে প্রমোট করতে চায় তাহলে আমাদের Facebook Page বানাতে হয় কারণ এখানে আনলিমিটেড লোক আমাদের ফলো করতে পারে
Timeline
এটি এক ধরনের কমিউনিটি এর মত যেখানে আমরা Facebook এ যেকোনো বিশেষ টপিকের ওপর বানায়ার মানুষদের জুড়তে পারি
News Feed
যদি আমাদের ফেসবুক ফ্রেন্ড কিছু শেয়ার করে অথবা যে পেজ আমরা লাইক করে থাকি তারা যদি কোনো পোস্ট শেয়ার করে তাহলে সেটি আমরা আমাদের News Feed এ দেখতে পাই
আমার শেষ কথা
আশা করছি বন্ধুরা আমার এই পোষ্টটি পড়ার পর আপনারা অনেক কিছু তথ্য পেয়ে গিয়েছেন ফেসবুক সম্বন্ধে যেমন ফেসবুক কি, কিভাবে বানানো হয়েছে আর এটি কিভাবে ইনকাম করে আরো অনেক কিছু
যদি আপনাদের এই পোস্টটি সম্বন্ধিত কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব
আর যদি আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে আমাদের এই ব্লগ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আমাদেরকে ফেসবুক ইনস্টাগ্রাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফলো করুন আর আজকের এই পোস্ট টি পড়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে এটিকে আপনাদের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ