আজকের সময়ে ইমেল আইডি খুবই জরুরী একটি জিনিস এজন্য আপনাদের এটি জেনে রাখা উচিত ইমেইল আইডি কিভাবে বানাব বন্ধুরা আজকের সময়ে ইন্টারনেট ব্যবহার করার জন্য ইমেইল আইডি এর গুরুত্ব আপনারা তো জানেনই
আজ ইন্টারনেটে যে কোন সাইটে একাউন্ট বানানোর জন্য, কোন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য, কাউকে তথ্য বা ফাইল, ডকুমেন্ট পাঠানোর জন্য ইমেইল একটি খুবই ভাল মাধ্যম
হ্যাঁ আজ ডকুমেন্ট পাঠানোর জন্য আমরা হোয়াটসঅ্যাপ এর ব্যবহার করতে পারি কিন্তু ইমেইলের সাথে কাজ করা সবথেকে ভালো এর কারণ আপনি এই পোস্টটি পড়তে পড়তে বুঝে যাবেন ইমেইল আইডি কিভাবে বানাব
আপনাদের ইমেইল এর বিষয়ে জেনে রাখা অবশ্যই উচিত ইমেইল এর পুরো নাম ইলেকট্রনিক মেইল ইন্টারনেটের যেকোন সাইটে রেজিস্টার করার জন্য মোবাইল নাম্বার চাওয়া হয় কিন্তু বেশিরভাগ সাইটে রেজিস্টার করার জন্য ইমেইল কম্পালসারি
এবার আপনারা ভাবছেন যেকোন সাইট আপনার কাছে মোবাইল নাম্বারের চেয়ে ইমেল কেন বেশি খোঁজে এর কারণ হলো ইমেইল পাঠানো খুবই সোজা আর ফ্রি আর আপনি একটি মেসেজ একটি ক্লিকে একের থেকে অধিক মানুষের কাছে পাঠাতে পারবেন
এর জায়গায় মোবাইল নাম্বারে কল করা যেতে পারে আর এসএমএস পাঠানো ফ্রী হয় না আর এটি কিছুটা কঠিন
ইমেইল আইডি কিভাবে বানাব?
Table of Contents
ইমেল আইডি বাড়ানোর জন্য আপনাকে কোন ইমেইল সার্ভিসকে জয়েন করতে হবে ইন্টারনেটে এমন অনেক কোম্পানি আছে যারা ইমেইল সার্ভিস দেয় যেমন জিমেইল, ইয়াহু মেইল, আউটলুক ইত্যাদি এই সবগুলোই সম্পূর্ণ ফ্রি
কিন্তু যখন ইমেল আইডি বানানোর কথা আছে তখন সবাই জিমেইল আইডি বানানোর কথা বলে যদি আমরা ইমেইল কে ইমেইল না বলে জিমেইল বলি তাহলে কোন কথা নেই এর কারণ জিমেইল এর পুরো নাম হলো গুগল মেইল অর্থাৎ এটি সেই মেল সার্ভিস যেটি গুগোল দেয়
আপনারা জিমেইল আইডি কেন বানাবেন এর তথ্য আপনাদের আমি নিচে বিস্তারিত ভাবে বলে দিয়েছি জিমেইল থেকে ইমেইল আইডি বানানোর জন্য আপনাদের শুধু মাত্র কয়েক মিনিট সময় লাগবে যদি আপনারা প্রতিটি স্টেপ ঠিকভাবে করেন
ইমেইল আইডি কিভাবে বানাব – এবার তো আপনারা জেনে গিয়েছেন জিমেইল কত ভালো আর ইমেইল এর জন্য জিমেইলের ব্যবহার করা হয়
ইমেইল আইডি এর অর্থ হল জিমেইল আইডি বানানোর জন্য আপনাকে এই সাধারণ স্টেপ গুলো ফলো করতে হবে
Gmail.com এ যান
সর্বপ্রথম আপনাকে gmail.com এ যেতে হবে এরপর আপনার সামনে এরকম একটি স্ক্রিন দেখা যাবে সেখানে আপনাকে Create an account এর ওপর ক্লিক করতে হবে
জিমেইল একাউন্ট বানান
আপনাকে সর্বপ্রথম Create an account এর ওপর ক্লিক করতে হবে এরপর আপনি দুটো অপশন দেখতে পাবেন প্রথমটি হলো For Myself আর দ্বিতীয়টি হলো To Manage My business এবার আপনাকে সর্ব প্রথম অপশনটি বেছে নিতে হবে অর্থাৎ For Myself অপশনটিতে ক্লিক করতে হবে
নাম আর অন্য তথ্য গুলি পূরণ করুন
এবার আপনাকে আপনার তথ্য দিতে হবে প্রথমে আপনাকে আপনার নাম লিখতে হবে এরপর আপনার জিমেইল এর জন্য একটি username বেছে নিতে হবে
এটি আপনার ইমেইল এড্রেস হবে এরপর আপনার অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড লিখতে হবে আপনাকে দুটি জায়গায় একই রকম পাসওয়ার্ড লিখতে হবে
যদি আপনি আলাদা পাসওয়ার্ড লিখে দেন তাহলে এটি কনফার্ম হবেনা এরপর আপনাকে Next বাটনটিতে ক্লিক করে আগে এগিয়ে যেতে হবে
একাউন্ট ভেরিফাই করুন
কিছু মানুষের এই ভেরিফাই করার অপশনটি সাথে সাথে আসে না কারো কারো পরে দেখা যায় এরপর আপনাকে আপনার একাউন্টে যে কোন মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে
আপনাকে সর্বপ্রথম আপনার কোন মোবাইল নাম্বার দিতে হবে আর আপনাকে মোবাইল নাম্বার দেওয়ার আগে এটি খেয়াল রাখতে হবে আপনার মোবাইল নাম্বারের আগে ভারতের পতাকা যেন হয় বা আপনি যেই দেশের সেখানকার পতাকা হয়
যদি অন্য কোন দেশের পতাকা থাকে তাহলে সেটিকে পরিবর্তন করে নিন
এরপর আপনাকে Next অপশনটিতে ক্লিক করতে হবে
এবার আপনার মোবাইল নাম্বারে একটি SMS আসবে ওই SMS এ 6 টি নম্বরের OTP থাকবে আপনাকে সেই OTP কে এখানে এন্টার করতে হবে তারপর verify অপশনটিতে ক্লিক করতে হবে এরপর আপনার অ্যাকাউন্ট আপনার নাম্বারের সাথে লিংক হয়ে যাবে
নাম্বার লিঙ্ক করার এটি সুবিধা যে আপনি যদি পাসওয়ার্ড বা username ভুলে যান তাহলে এই নাম্বারের মাধ্যমে আপনি সেটিকে ফিরিয়ে আনতে পারবেন
আপনার তথ্য দিন
এবার আপনাকে আরো কিছু তথ্য দিতে হবে যেমন যদি আপনার প্রথমে মোবাইল ভেরিফাই করার অপশন এসে গিয়ে থাকে তাহলে আপনার মোবাইল নম্বরটি দেখা যাবে আর যদি প্রথমের দেওয়া স্ক্রিনশটটি না এসে থাকে তাহলে আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখে দিন
পরে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে যদি আপনি এখানে মোবাইল নাম্বার না দেন তাহলে কোন সমস্যা হবে না
যদি আপনার কাছে আরো অন্য কোন ইমেইল আইডি থেকে থাকে তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন বা আপনি এটিকে ফাঁকা রেখে দিতে পারেন এতে কোন সমস্যা হবে না এবার এখানে আপনার Birth Date আর Gender বেছে নেয়ার পর Next অপশনটিতে ক্লিক করতে হবে
এবার আপনাকে Yes, I’m in অপশনটিতে ক্লিক করে দিতে হবে
Agree Privacy and Terms
এরপর আপনাকে Privacy and Terms কে agree করতে হবে এর জন্য আপনাকে I agree অপশনটিতে ক্লিক করতে হবে
এবার আপনার ই-মেইল আইডি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এরপর আপনি আপনার ইমেইল আইডির সাহায্যে অন্যান্য মানুষদের ইমেইল করতে পারবেন এবং অন্যান্য সাইটে গিয়ে একাউন্ট বানাতে পারবেন আর গুগোল এর সমস্ত ফিচারস আর প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন
- অবশ্যই পড়ুন – কিভাবে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করবেন
ইমেইলের সুবিধা
ইমেল বানানোর জন্য আপনাকে গুগল একাউন্ট বানাতে হবে অর্থাৎ জিমেইল একাউন্ট বানালেই আপনার গুগোল অ্যাকাউন্ট সাথে সাথে তৈরি হয়ে যাবে
জিমেইল গুগলের একটি প্রোডাক্ট আর এটির অনেক সুবিধা রয়েছে সেগুলো আমি আপনাদের নিচে বিস্তারিত ভাবে বলে দিয়েছি
গুগোল প্রোডাক্ট
আজ গুগল জিমেইল ছাড়াও আরো অনেক প্রডাক্ট প্রোভাইড করে যেমন গুগল সার্চ, প্লে স্টোর, ব্লগার, ক্লাউড আরো অনেক কিছু
আপনি যদি এগুলোর ব্যবহার করতে চান তাহলে আপনার কাছে একটি গুগোল অ্যাকাউন্ট থাকতে হবে যদি আপনি ইমেইল আইডি বানানোর জন্য জিমেইলের ব্যবহার করেন তাহলে আপনার গুগোল অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় যার ফলে আপনি গুগলের এই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন
গুগোল ড্রাইভ
আজ গুগোল পৃথিবীর মধ্যে সবথেকে বড় কোম্পানির মধ্যে একটি কুকুরের ব্যবহার মানুষ সর্বদাই করেন এই জন্য গুগোল এর ব্যবহার করে ইমেইল আইডি বানানো সবাই পছন্দ করে গুগোল এগুলো ছাড়াও আপনার অ্যাকাউন্টের জন্য 15GB ফ্রি স্টোরেজ দেয়
আপনি এখানে আপনার ইমেইল কে স্টোর করে রাখতে পারেন সাথে গুগল ড্রাইভে ভিডিও, ইমেজ, ফাইল আর ডকুমেন্ট ইত্যাদি স্টোর করতে পারবেন আর আপনার প্রয়োজন অনুসারে সে গুলোকে ডাউনলোড করতে পারবেন
যদি আপনার ডিভাইস আপনার কাছে না থাকে তাহলে আপনি যে কোন ডিভাইসে জিমেইলের সাহায্যে গুগোল ড্রাইভ কে ওপেন করে আপনার স্টোরে থাকা তথ্য আর জিনিসকে ডাউনলোড করতে পারবেন
সিকিউরিটি
গুগোল সিকিউরিটি এর প্রতি অনেক বেশি লক্ষ্য রাখে গুগোল এটা সবসময় খেয়াল রাখে তাদের ইউজার ডাটা যেন সবসময় সুরক্ষিত থাকে
আর সাথে আপনার একাউন্ট কে 2 step verification এর সাহায্যে সুরক্ষিত করে রাখে
লগইন এর সুবিধা
গুগোল একাউন্ট অনেক জনপ্রিয় আর পৃথিবীর মধ্যে জিমেইলের ব্যবহারকারীর সংখ্যা 100 কোটি এর বেশি এই জন্য বিভিন্ন সাইট ইউজারদের গুগোল একাউন্ট এর সাহায্যে একাউন্ট বানানোর সুবিধা প্রদান করে
আপনি যে কোন সাইটে গুগলের থেকে একাউন্ট বানাতে পারবেন এরপরে আপনাকে অন্য কোন একাউন্টে আইডি আর পাসওয়ার্ড লেখার প্রয়োজন হবে না
আর যখন আপনি লগইন করতে চাইবেন তখন আপনি গুগলের অপশন বেছে নেবেন এর ফলে তাড়াতাড়ি লগইন করতে পারবেন
ইউটিউব
ইউটিউব একটি প্রসিদ্ধ ভিডিও মার্কেটিং সাইট আর আজকের সময়ে আমরা সবাই ইউটিউব এর সম্বন্ধে ভালোভাবে জানি
ইউটিউব এ চ্যানেল বানানো আর কমেন্ট করার জন্য একটি গুগোল অ্যাকাউন্ট এর প্রয়োজন হয় যেটি জিমেইল আইডি বানানোর সময় বানানো হয়ে থাকে
আমার শেষ কথা
আমি আপনাদের এই পোষ্টের মাধ্যমে বলে দিয়েছি ইমেইল আইডি কিভাবে বানাব আর কোন কোন সাধারণ স্টেপ ফলো করে আপনি ইমেইল আইডি বানাতে পারবে
আশা করি আজকের এই পোস্ট টি পড়ার পর আপনাদের অবশ্যই ভাল লেগে থাকবে যদি এই পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই পোস্টটিকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যদি ইমেইল আইডি বানানোর সময় আপনাদের কোন সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনাদের অবশ্যই সাহায্য করব আজকের এই পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ